১৭ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার, ৯:৫৩

জাতিসংঘ দূত

মানবতাবিরোধী অপরাধে দোষী হতে পারেন সুচি

মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সুচি নির্যাতিত রোহিঙ্গাদের পাশে না দাঁড়ানোর কারণে মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হতে পারেন। এই মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি। তিনি বলেন, ‘আমি আশঙ্কা করি, তিনি নির্যাতনে সহায়তা বা নির্যাতিতদের জন্য কিছু করতে অবহেলা করার কারণে দোষী হতে পারেন।’ যুক্তরাজ্যের চ্যানেল-২৪ কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ খবর দিয়েছে দ্য ইরাবতি। ইয়াংহি লি বলেন, রাখাইনে সেনাবাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বন্ধ করতে ব্যর্থ হওয়ার কারণে মিয়ানমারের কার্যত নেতাকে বিচারের মুখোমুখি করার সুযোগ রয়েছে। তবে বাস্তবে তার কোনো বিচারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা খুবই কম।

কেন না মিয়ানমার আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য না। অন্যদিকে, চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এমন অবস্থায় রাখাইনের সেনা অভিযানকে গণহত্যা আখ্যা দেয়া নিরাপত্তা পরিষদের পক্ষে অসম্ভব। সাক্ষাৎকারে লি বলেন, মিয়ানমারে আরো গণকবরের সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে তথ্য পেয়েছেন। তবে বিস্তারিত কিছু বলেন নি তিনি। এ সময় লি আবারো বলেন, রাখাইনে সেনাবাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশনে’ গণহত্যার সকল উপাদানই রয়েছে। এ ছাড়া তাকে অনেক বার হত্যার হুমকি দেয়া হয়েছে বলেও জানান লি। এমনকি তাকে গোপনে হত্যা করার পরিকল্পনাও করা হয়েছে। উল্লেখ্য, গত ডিসেম্বরে ইয়াংহি লি’র মিয়ানমারে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে মিয়ানমার সরকার। তখন মিয়ানমারের সেনাবাহিনী অভিযোগ করে, রাখাইনের পরিস্থিতি নিয়ে ইয়াংহি লি’র প্রতিবেদন পক্ষপাতদুষ্ট।

 

 

http://www.mzamin.com/article.php?mzamin=105308