১৬ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৯:৫৬

যাত্রীকল্যাণ সমিতির প্রতিবেদন

গণপরিবহনে ১৩ মাসে ২১ নারী যৌন নির্যাতনের শিকার

গণপরিবহনে গত ১৩ মাসে ২১ নারী ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন। চালক-হেলপারসহ অপরাপর সহযোগীরা মিলে গণধর্ষণের ঘটনার ঘটেছে ৯টি।
এ তথ্য দেয়া হয়েছে যাত্রীকল্যাণ সমিতির পক্ষ থেকে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মনিটরিং করে প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, তাদের পর্যবেক্ষণে দেখা গেছে গত ১৩ মাসে গণপরিবহনে ২১ নারী ধর্ষণের শিকার হন। এসব ঘটনায় সর্বমোট ৫৫ আসামিকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। প্রতিটি ঘটনায় মামলা হলেও গত বছরে ৯ এপ্রিল মানিকগঞ্জে সংগঠিত গণধর্ষণের ঘটনায় এই পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে যেসব ঘটনার মামলা হয়েছে প্রতিটি ঘটনায় পুলিশ ও সংবাদপত্রের অভাবনীয় তৎপরতা লক্ষ করা গেছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানান হয়।

 

http://www.dailynayadiganta.com/detail/news/294198