৯ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৯:৫০

রাজকোষ কেলেঙ্কারি

পাল্টা মামলার হুমকি আরসিবিসির

রাজকোষ কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে পাল্টা মামলা করার হুমকি দিয়েছে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি)। বুধবার বাংলাদেশের কর্মকর্তারা ঘোষণা দেন, তারা বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার চুরিতে আরসিবিসি ব্যাংকের সংশ্লিষ্টতায় তাদের বিরুদ্ধে মামলা করবেন। এর পাল্টা ঘোষণা দিয়েছে আরসিবিসি। তারাও উল্টো ওই চুরিতে বাংলাদেশের কর্মকর্তারা জড়িত বলে (ইনসাইড জব) অভিযোগ করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে আরসিবিসি এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে।
তাতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় আরসিবিসি ব্যাংকের হাত আছে- এমন দাবি করা হচ্ছে বাংলাদেশের

পক্ষ থেকে। এ বিষয়টি আরসিবিসির নজরে রয়েছে। সাইবার চুরির ওই ঘটনায় আরসিবিসি ব্যাংকের হাত আছে দাবি করায় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার কথা বিবেচনা করা হচ্ছে। এতে আরো বলা হয়েছে, আসল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বাংলাদেশ। তারা নিজেদের লোকজনের অপকর্ম অন্ধকারে রাখার জন্য বলির পাঁঠা বানানো হচ্ছে। উল্লেখ্য, দুই বছর আগে নিউ ইয়র্কে ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সাইবার হামলার মাধ্যমে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে হ্যাকাররা। এই অর্থ স্থানান্তর হয় ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত আরসিবিসি ব্যাংকের মাধ্যমে। দ্রুততার সঙ্গে সেখান থেকে এই অর্থ উত্তোলন করা হয়। তারপর তা চলে যায় স্থানীয় ক্যাসিনোতে। বাংলাদেশের অর্থমন্ত্রী এএমএ মুহিতের একজন কর্মকর্তা গত বছর বলেছিলেন যে, তিনি আরসিবিসি ব্যাংককে উৎখাত করতে চেয়েছিলেন। কিন্তু ২০১৬ সালের ফেব্রুয়ারির ওই সাইবার হামলা বাংলাদেশের ‘ইনসাইড জব’ বলে দাবি করে আরসিবিসি। তাদের দাবি, এক্ষেত্রে এ ব্যাংকটিকে ‘বলির পাঁঠা’ বানানোর চেষ্টা হচ্ছে।

http://www.mzamin.com/article.php?mzamin=104156