শ্রমিক কল্যাণ ফেডারেশন গার্মেন্টস বিভাগের আয়োজনে ট্রেড ইউনিয়ন প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
৬ এপ্রিল ২০১৮, শুক্রবার

শ্রমিক অঙ্গনে সৎ যোগ্য ও নৈতিকতা গুণাবলী সম্পন্ন নেতৃত্বের বিকল্প নেই – মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শ্রমিক অঙ্গনে সৎ যোগ্য ও নৈতিক গুণাবলী সম্পন্ন নেতৃত্বের বিকল্প নেই এবং শ্রমিকদের প্রকৃত সমস্যা সমাধানে শ্রমিক অঙ্গনে সৎ যোগ্য ও নৈতিকতা গুণাবলী সম্পন্ন নেতৃত্ব ছাড়া সম্ভব নয়।

গতকাল শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গার্মেন্টস বিভাগের আয়োজনে শিল্প নগরী টংগীর একটি অডিটোরিয়ামে আয়োজিত এক ট্রেড ইউনিয়ন প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেছেন। প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, নরসিংদী, নেত্রকোনাসহ সারা দেশের শিল্পাঞ্চল এলাকা হতে গার্মেন্টস শ্রমিক নেতৃত্ববৃন্দ উপস্থিত হয়েছিলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সভাপতিত্ব ও কেন্দ্রীয় সহ শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুল বাছিদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক তানভীর হোসাইন, গাজীপুর মহানগরীর সভাপতি আজহারুল ইসলাম, গাজীপুর জেলা সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম, লোকাল গার্মেন্টস ফেডারেশনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম প্রমুখ

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের রপ্তানি আয়ের ৮০ ভাগ আয় হয় গার্মেন্টস শিল্প হতে, দেশের প্রায় ৫৬ লক্ষ নারী- পুরুষ এই শিল্পের সাথে সরাসরি জড়িত। উৎপাদনশীলতার এই খাতকে প্রাধান্য দেয়ার পাশাপাশি এই অন্যতম সেক্টরের শ্রমিকদের সকল সমস্যার সমাধান করতে হবে। তিনি আরো বলেন, শ্রমজীবী মানুষ এখনো নানাভাবে নির্যাতিত, অবহেলিত ও শোষণ-বঞ্চনার শিকার। ন্যায্য মজুরী, আইনগত অধিকার,অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের মতো মৌলিক অধিকারগুলো তাদের দেওয়া হয় না। তিনি শ্রমিকদের মজুরী ১৮ হাজার করার দাবি জানান।

মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, গ্রেফতার,মিথ্যা মামলা ও নানা ধরনের হয়রানির মাধ্যমে শ্রমিক আন্দোলনের কাজকে সরকার বাধাগ্রস্থ করতে চায়। তাই শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করার মাধ্যমে সরকারের সকল অন্যায় কাজের জবাব দিতে হবে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নিরাপদ কর্মস্থল, শ্রমিকের চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা আজও নিশ্চিত হয়নি। ব্যক্তি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানে আইনগত বাধা না থাকলেও ছলে-বলে- কৌশলে শ্রমিক-কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার বাধাগ্রস্ত করা হচ্ছে।

তিনি বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকার ও মালিককে এটা অবশ্যই বুঝতে হবে যে, একমাত্র শক্তিশালী ট্রেড ইউনিয়নই শ্রমিক-মালিক সম্পর্ককে শক্তিশালী করতে পারে। শিল্পে উৎপাদন বৃদ্ধি, শ্রমিক-মালিকের সুসম্পর্ক বজায় রাখা, সরকার-মালিক ও শ্রমিকের মধ্যে ত্রিপক্ষীয় ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে এবং অবিহেলিত শ্রমিক সমাজকে আইনগত অধিকার ফিরিয়ে দিতে শ্রমিক নেতাদের ভূমিকা রাখতে হবে।

দৈনিক সংগ্রামে প্রকাশিত নিউজ