বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আজম সাহেবের স্ত্রী জনাবা আফিফা আজমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারী মিসেস শামসুন্নাহার নিজামী। মিসেস নিজামী তার বিবৃতিতে সরকারের প্রতি মানবিক দিক বিবেচনায় মরহুমার গুম হওয়া সন্তানকে মুক্তি দিয়ে জানাযার নামাযে অংশগ্রহন করার সুযোগ করে দেয়ার আহবান জানান। মিসেস নিজামী আরও বলেন, জনাবা আফিফা আজমের মৃতুতে ইসলামী আন্দোলন একজন অভিভাবকে হারাল। মরহুমা তার দীর্ঘ সাংগঠনিক ও সাংসারিক জীবনে ইসলামী আন্দোলনের জন্য যে ত্যাগ-কোরবানী ও সবরের পরিচয় দিয়েছেন, যুগে যুগে তা ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বিশেষ করে জীবনের শেষ প্রান্তে এসে কারান্তরীন মজলুম স্বামীর শাহাদাত ও চোখের সামনে সন্তানের হৃদয়বিদারক গুমের ঘটনার পরও একাকী দেশে থেকে প্রতিকূল পরিস্থিতিতে যেভাবে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারন করেছেন তা একজন উঁচু স্তরের ইমানদারের পক্ষেই সম্ভব।
আল্লাহ তায়ালার কাছে এই ফরিয়াদই করছি যেন তিনি মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসে মজলুম জননেতা অধ্যাপক গোলাম আযমের সাথে একত্রিত করে দেন এবং মরহুমার শোক সন্তপ্ত মজলুম পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দান করেন।