সম্প্রতি ভারতের কর্ণাটকের সরকারি কলেজের মুসকান খান নামক একজন মুসলিম ছাত্রীকে হিজাব পরিহিত অবস্থায় কলেজে ঢুকতে বাধা দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা ১৩ ফেব্রুয়ারি ২০২২ নিম্নোক্ত বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, “সম্প্রতি ভারতের এক সরকারি কলেজের মুসকান খান নামের একজন মুসলিম ছাত্রী হিজাব পরিহিত অবস্থায় কলেজে ঢোকার সময় উগ্রবাদী একদল তরুণ তার দিকে তেড়ে আসে। শতশত উগ্রবাদী সন্ত্রাসীদের সামনে এই সাহসী ছাত্রীটিও ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে আওয়াজ তুলে এগিয়ে যান। তিনি তাঁর ঈমানকে বিক্রি করে তাদের সামনে মাথা নত করেননি। মুসকান খানের এই সাহসী ভূমিকা সারা বিশ্বে নারীর মর্যাদাকে উচ্চকিত করেছে। এই সাহসী ভূমিকার জন্য আমরা তাঁকে মোবারকবাদ জানাই। পর্দা মেনে চলা আল্লাহ তাআলার অবশ্য পালনীয় একটি বিধান। এই বিধান বাতিল করার এখতিয়ার কোনো রাষ্ট্র বা গোষ্ঠীর নেই।
বিবৃতিতে তিনি আরো বলেন, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারতের সংবিধানে সকল ধর্মের সকল বর্ণের মানুষের নিজ নিজ ধর্ম মেনে চলার সুযোগের কথা বলা হলেও প্রায়ই সেখানে মুসলিমদের বৈরি অবস্থার শিকার হতে হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। দলমত-নির্বিশেষে সকলকে ব্যক্তি স্বাধীনতা ও শালীনতা রক্ষার জন্য ঐক্যবদ্ধ হবার আহবান জানাচ্ছি।”