ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আজিজুর রহমান কর্তৃক মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী নাবিলা ইকবালকে বোরকা পরার কারণে গত মঙ্গলবার শ্রেণীকক্ষ থেকে অপমান করে বের করে দেয়ার অন্যায় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারী বেগম শামছুন্নাহার নিজামী বলেন, “বোরকা পরিহিতা ছাত্রীকে শ্রেণীকক্ষ থেকে অপমান করে বের করে দিয়ে ড. আজিজুর রহমান ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাবিলা ইকবালকে শ্রেণীকক্ষ থেকে গালমন্দ করে বের করে দিয়ে ড. আজিজুর রহমান ধর্ম পালনে বাধা দিয়ে অমার্জনীয় অপরাধ করেছেন। তিনি দেশের ধর্মপ্রাণ জনগণের ঈমানের ওপর আঘাত দিয়েছেন। ধর্মীয় অধিকার ভোগ করা দেশের প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। এ অধিকারে বাধা দান সম্পূর্ণ বেআইনী। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যে এত জঘন্য চরিত্রের হতে পারে তা কল্পনাও করা যায় না।
এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে ড. আজিজুর রহমানের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”