১৪ জুলাই ২০২৪, রবিবার, ৬:৩৭

কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবল ঢাকা, নেটদুনিয়ায় সমালোচনা

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১২ জুলাই) সকালে মুষলধারে বৃষ্টি শুরু হয় রাজধানী ঢাকায়। এতে তীব্র জলাবদ্ধতা দেখা দেয় বিভিন্ন সড়ক-অলিগলি। এছাড়া প্রায় সময়ই ঢাকায় কয়েক ঘণ্টা বৃষ্টি নামলে জলাবদ্ধতা দেখা দেয়। এতে জনগণের তীব্র ভোগান্তি পোহাতে হয়। এ নিয়ে নেটদুনিয়ায় সরকার ও ঢাকার মেয়রের কঠিন সমালোচনা করেছেন নেটিজেনরা।

টানা ঝুম বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে রাজধানীর বহু সড়ক। বাস-প্রাইভেটকার গেলে নদীর ঢেউয়ের মতো পানি এসে আচড়ে পড়ছে ফুটপাথে। অধিকাংশ সড়কেই নেই যানবাহনের চাপ। এর মধ্যেও যারা বের হয়েছেন তারা ছাতা নিয়ে, না হয় ভিজে ভিজে গন্তব্যে যাচ্ছেন। তবে ফুটপাত ডুবে যাওয়ায় অধিকাংশ পথচারীরাই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, প্রতিটি অলি-গলিসহ মূল সড়কেও হাঁটু পরিমাণ পানি জমেছে। সড়কে চলা সিএনজিচালিত অটোরিকশা, বাসসহ কিছু যানবাহন বিকল হয়ে পড়ে আছে। এর ফলে অনেক রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

এদিকে, শুক্রবার সকাল থেকে ঝরা বৃষ্টির ফলে রাজধানীর মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, ইসিবি, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, শনির আখড়া, পুরান ঢাকা, যাত্রাবাড়ি, নিউ মার্কেট, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, হাতিরঝিলের কিছু অংশ, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে কিছু পরিমাণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

শহীদুল ইসলাম নামের এক পথচারী বলেন, পারিবারিক কাজে বের হয়েছিলাম, এখন তো দেখি ভয়াবহ অবস্থা। মূল রাস্তায় হাঁটু পানি। হেঁটে যাওয়ার কোনো উপায় নেই। এদিকে বাসের পরিমাণও কম। রিকশায় ২০ টাকার ভাড়া ৫০ টাকা।

কামাল হোসাইন নামে একজন ফেসবুকে লিখেছেন, সিটি করপোরেশনের শুধু বাজেট হয় কিন্তু উন্নয়নের কোনো অগ্রগতি নেই।

মোহাম্মদ রিপন নামে একজন ফেসবুকে লিখেছেন, উন্নয়নের জোয়ারে ঢাকায় এখন কক্সবাজার হয়ে গেছে।
মোহাম্মদ মামুন নামে একজন ফেসবুকে লিখেছেন, এমন এক পরিস্থিতি হচ্ছে ঢাকাতে, কেউ হাসে কেউ কান্না করে। হায়রে বাংলাদেশ, এসব উন্নয়নের পদচ্ছবি।

https://dailyinqilab.com/motropolis/news/671208