বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, “বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জামায়াতের সকল সদস্যকে তৈরি হতে হবে। সেজন্য নিজেদের দ্বীনি ইলম অর্জন ও আমলী যোগ্যতা বাড়ানোর পাশাপাশি অন্যান্য বিষয়েও প্রয়োজনীয় স্টাডি করতে হবে এবং কার্যকর জ্ঞান অর্জন করতে হবে।”
১৭ ফেব্রুয়ারি শনিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর শাখার উদ্যোগে আয়োজিত সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা (উত্তর) আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো:আলহাজ্ব জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা ও সিলেট অঞ্চল টীম সদস্য মাওলানা হাবিবুর রহমান। বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দীন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আমরা ইসলামী আন্দোলন করি। আমরা চাই দ্বীনকে বিজয়ী করতে। আর সেজন্য যোগ্য মানুষের দরকার। আমাদেরকে সেই আলোকে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে।”
তিনি আরো বলেন, “দাওয়াতী কাজের মাধ্যমে সংগঠনের অবস্থান মজবুত এবং সম্প্রসারণ করতে হবে। ধৈর্য ও কৌশল অবলম্বন করে সমাজের সর্বস্তরের মানুষের নিকট ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে।” তিনি সকল রুকনদেরকে শহীদি চেতনায় উজ্জীবিত হয়ে সংগঠনের সকল কাজে স্বতঃস্ফূর্ত ভাবে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।