১৫ জুলাই ২০২৪, সোমবার, ১১:২৭

গাইবান্ধা জেলায় বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী প্রদান

আল্লাহর আইন ছাড়া দুর্নীতি মুক্ত দেশ গড়া অসম্ভব

-অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারনে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি আমাদের উত্তরবঙ্গের ফসলাদি, জনপদ ধ্বংস করে দেয়। আর শুকনো মৌসুমে ফারাক্কা বন্ধ করে মরুভূমিতে পরিনত হয় এ অঞ্চল। ফলে আমাদের জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। সত্য হলো আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া দুর্নীতি মুক্ত দেশ গড়া অসম্ভব। দূর্নীতিবাজ মন্ত্রী, এমপি, আমলারা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সরকার দেশের জন্য ভালো কিছুই করতে পারছে না শুধু দেশের স্বার্থ বিক্রি করছে।”

১৫ জুলাই সোমবার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের মহিষবান্দীর চর ও গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের গোপালপুর বাজারে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন এবং বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গাইবান্ধা জেলা আমীর ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল করিম এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, গাইবান্ধা জেলা নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান প্রমুখ।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণমুখী সংগঠন। দেশের মানুষের বিপদে আমরা বসে থাকতে পারি না। তাই কিছু উপহার নিয়ে আপনাদের কাছে এসেছি। জামায়াত দেশের মানুষকে একদিকে দ্বীনের পথে এনে মানুষের কল্যাণ সাধন করছে, অপরদিকে বিভিন্ন দূর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে সমাজকল্যাণ মূলক কাজে আত্মনিয়োগ করছে। এ দায়িত্ব পালনে জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।”