বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, আওয়ামী লীগ সরকার মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। নিয়ম রক্ষার কথা বলে ক্ষমতায় আসা রাতের এই সরকারকে দেশের মানুষ আর বিশ্বাস করে না। ১৯৭৩ সাল থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো নজির নেই। সকল বিরোধী রাজনৈতিক দলকে এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। বর্তমান সরকার জনগণকে জিম্মি করে ফেলেছে। এই সরকারের কাছে জনগণ কোনো অবস্থাতেই নিরাপদ নয়।
২ ডিসেম্বর শনিবার লালমনিরহাট জেলা জামায়াত কর্তৃক ভার্চুয়াল প্লাটফর্ম-এ আয়োজিত কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর প্রভাষক আতাউর রহমান-এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি এ্যাডভোকেট মোঃ আবু তাহের এর সঞ্চালনায় বিশেষ সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার।
মাওলানা আবদুল হালিম আরও বলেন, বাংলাদেশের ৭টি সংসদে জামায়াতের ৬১ জন সংসদ সদস্য ও ২ জন মন্ত্রী ছিলেন। তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির অভিযোগ কেউ বের করতে পারেনি। ন্যায়পরায়ণতা ও সততার ক্ষেত্রে জামায়াত এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য জামায়াত কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসালামী সব সময় সাধারণ মানুষের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
প্রধান অতিথি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছে। নিবন্ধনের ব্যাপারে আমরা আইনগত লড়াই চালিয়ে যাবো। দেশ গঠনে জামায়াতের কর্মতৎপরতা অব্যাহত থাকবে।
রুকনদের উদ্দেশে তিনি বলেন, সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। আমাদের আন্দোলন জিহাদ ফি সাবিলিল্লাহ। সবর ও এস্তেকামাতের সাথে চলমান আন্দোলনে ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমানসহ জেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ।