১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার, ১২:১৩

নীলফামারী জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

দেশবাসী স্বৈরাচারী সরকারের একতরফা নির্বাচন কিছুতেই মেনে নিবে না

-মাওলানা আবদুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতের রুকনগণকে ঈমানের দিক দিয়ে সুদৃঢ় ও অবিচল হতে হবে এবং আমলের দিক দিয়ে হতে হবে প্রশংসনীয় ও উচ্চ মানের। আন্দোলন ও সংগঠনের কাজে ইসলামী আন্দোলনের ঐতিহাসিক ধারাবাহিকতায় পরীক্ষা আসবে। এই অগ্নি পরিক্ষায় উত্তীর্ণ হতে জামায়াতের রুকনগণ শপথবদ্ধ। গণগ্রেফতার, জেল-জুলুম, কারাদন্ড ও ফাঁসি মঞ্চস্থ করে জামায়াতের আন্দোলনকে ঠেকানো যায়নি এবং ভবিষ্যতেও ঠেকানো যাবে না ইনশাআল্লাহ।

১ ডিসেম্বর শুক্রবার নীলফামারী জেলা আয়োজিত জেলা আমীর মুহাম্মদ আব্দুর রশীদের সভাপতিত্বে জেলার ভার্চুয়াল প্লাটফর্ম-এ সদস্যদের (রুকন) বিশেষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় এ সম্মেলনে দারসুল কোরআন পেশ করেন জেলা নায়েবে আমীর ডঃ খায়রুল আনাম। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, রংপুর মহানগর সেক্রেটারি জননেতা মাওলানা ওবায়দুল্লাহ সালাফিসহ জেলা কর্মপরিষদের (পুরুষ ও মহিলা) সদস্যবৃন্দ।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর আন্দোলন দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণের জন্য। শাসক গোষ্ঠী জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় আরোহন করে দেশে এক শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি করেছে। নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতা ও অংশগ্রহণমূলক না করে ২০১৪ ও ২০১৮-এর স্টাইলে একতরফা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে। দেশবাসী স্বৈরাচারী সরকারের একতরফা নির্বাচন কিছুতেই মেনে নিবে না। দেশবাসীকে সাথে নিয়ে তীব্র গণআন্দোলন গড়ে তুলে হাসিনা সরকারের পতন নিশ্চিত করতে হবে।

জামায়াতের নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগ আবারো প্রমাণ করল তারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে না। এর মাধ্যমে আওয়ামী লীগের বাকশালী চরিত্রই ফুটে উঠল। এটি মূলত আওয়ামী লীগের হিংসাত্মক ও অপরাজনীতির বহিঃপ্রকাশ। জামায়াত বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক দল। দেশের মানুষ অংশগ্রহণমূলক প্রতিটি নির্বাচনে জামায়াতের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠিয়েছে। জামায়াতের শিকড় এতই গভীরে যে, কোনো ষড়যন্ত্রই জামায়াতকে রুখতে পারবে না। জামায়াত দেশবাসীকে সাথে নিয়ে তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে, ইনশআল্লাহ।

মাওলানা আবদুল হালিম জলঢাকা উপজেলা আমীর জনাব মোখলেছুর রহমানসহ নীলফামারিতে গ্রেফতারকৃত অর্ধশত নেতাকর্মী এবং আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান ও বিরোধী দলের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়ে মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের আহবান জানান।