আমীরে জামায়াত

2022-06-07

মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)-কে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ

-ডা. শফিকুর রহমান

সম্প্রতি ভারতে এক টেলিভিশন বিতর্কে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)-কে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান ৭ জুন এক বিবৃতি প্রদান করেছেনঃ-

বিবৃতিতে তিনি বলেন, “সম্প্রতি ভারতে এক টেলিভিশন বিতর্কে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃবৃন্দ মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) কে নিয়ে যে অশালীন ও কটূক্তিপূর্ণ মন্তব্য করেছেন তা অত্যন্ত দুঃখজনক। এটি ধর্মীয় মূল্যবোধের উপর সরাসরি আঘাত। এর মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত করা হয়েছে। আমরা এ অশালীন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

যে কোনো ধর্ম পালনের ব্যাপারে সকলেরই স্বাধীনতা রয়েছে। কোনো ধর্মই কাউকে অন্য ধর্ম সম্পর্কে বিদ্বেষপূর্ণ ও অশালীন মন্তব্য করতে উৎসাহিত করে না। ভারতে বিজেপির জাতীয় মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি মিডিয়া অপারেশন টিমের সদস্য নবীন কুমার জিন্দাল মহানবী হযরত মুহাম্মাদ (সঃ)-কে নিয়ে যে কটূক্তিপূর্ণ মন্তব্য করেছে তা চরম ধৃষ্টতাপূর্ণ। তাদেরকে শুধু বহিষ্কার নয় অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত বলে আমরা মনে করি। এ বিষয়ে ভারত সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমরা আশা করি।

ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার জন্য আমরা মুসলিম বিশ্ব এবং ওআইসিকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।”