আমীরে জামায়াত

2024-04-19

রাজশাহী মহানগরী জামায়াতের ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

জুলুমের হাত থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে আল্লাহর আইনের দিকে ফিরে আসতে হবে

-ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশ সহ সারা বিশ্ব আজ জুলুমবাজের নির্যাতনের স্বীকার। কাজেই মজলুম শুধু আমরাই নই। যিনি জুলুম করছেন তিনিও মজলুম। তাকে জুলুমের পথ থেকে সরাতে হবে। ইসলামী আন্দোলন তথা দ্বীনকে বিজয়ী করার প্রচেষ্টা একটি চ্যালেন্জিং কার্যক্রম। এ কর্মসূচির মাধ্যমে ঘুমিয়ে থাকা জাতিকে জাগাতে হবে।”

১৯ এপ্রিল’২৪ রাজশাহী মহানগরী আয়োজিত ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিন, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর সাবেক আমীর প্রফেসর আবুল হাশেম।

ডা. শফিকুর রহমান বলেন, “নিজের পরিবার, আত্মীয়, প্রতিবেশী, সহকর্মী, পরিচিতজন যাদের সাথে চলাফেরা তাদের দাওয়াত দিতে হবে। দ্বীনের সফলতা দেয়ার জন্য মহান আল্লাহ তায়া’লা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। দুনিয়া ও আখেরাতে মুক্তির জন্য সকলকে সাথে নেয়ার চেষ্টা করতে হবে। জুলুমের হাত থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে আল্লাহর আইনের দিকে ফিরে আসতে হবে।”

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “বুদ্ধিমত্ত্বা, প্রজ্ঞা ও সৎ উপদেশ সহকারে মানুষকে আল্লাহ ও তাঁর রাসূলের সুমহান দাওয়াত পৌছিয়ে দিতে হবে। সকল নবী-রাসূলগণ এই দাওয়াতি কাজ করে গেছেন। কোন আত্মীয় বা প্রতিবেশী যেন বলতে না পারে ইসলামের দাওয়াত পাইনি। আমরা যেমন ইসলামের বিধান মেনে চলবো এবং অন্যদের কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌছিয়ে দিতে হবে।”