আমীরে জামায়াত

2022-03-28

প্রিয় বাংলাদেশ হাবুডুবু খাচ্ছে প্রতিহিংসা, অমানবিকতা ও দুর্নীতির ভয়াবহ সয়লাবে

-ডা. শফিকুর রহমান

মহান রাব্বুল আলামীন মানব জাতিকে তাঁর সমগ্র সৃষ্টির ওপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানব জাতির ওপর মহান প্রভুর এ এক বিশাল মেহেরবাণী। এই শ্রেষ্ঠত্বের মর্যাদা, মানবিকতা ও মহান প্রভুর প্রতি নির্ভেজাল আনুগত্যে।

আজ প্রিয় বাংলাদেশ হাবুডুবু খাচ্ছে প্রতিহিংসা, অমানবিকতা ও দুর্নীতির ভয়াবহ সয়লাবে। অবাক লাগে, যখন এ জাতিকে উন্নয়নের গল্প শুনানো হয়। যে জাতির প্রতিটি নাগরিক জীবন, সম্পদ ও ইজ্জত হারানোর ভয়ে প্রতি মুহূর্তে আতংকগ্রস্ত থাকে। তাদের কাছে উন্নয়নের বুলি কেবলই বিরক্তির।

এই তো সেদিন ঢাকার রাজপথে আওয়ামী লীগের আভ্যন্তরীণ দ্বন্দ্বের বলি হয়ে কলেজ ছাত্রী প্রীতির মূল্যবান জীবন প্রদীপ নিভে গেল। মেয়ে হারা দুঃখী মা-বাবা সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোজাসাপ্টা বলে দিলেন, অবিচার আর বিচারহীনতার এ সমাজে বিচার চাইবো কার কাছে? আমরা কোন বিচার চাই না।

জাতি হিসেবে আমরা লজ্জিত। এ অবস্থা চলতে দেয়া যায় না।

ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক