আমীরে জামায়াত

2021-04-11

মানুষের মর্যাদা সব সময় সামাজিক অবস্থান দিয়ে বিবেচনা করা উচিত নয়। কাউকে তুচ্ছজ্ঞান করতে নেই।

-ডা. শফিকুর রহমান

হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, কৃষ্ণাঙ্গ এক মহিলা অথবা এক যুবক মসজিদে ঝাড়ু দিতেন। কিছুদিন তাকে দেখতে না পেয়ে রাসূল (ﷺ) সাহাবীদেরকে তার সম্পর্কে জিজ্ঞেস করলেন। সাহাবীরা বললেন, সে তো মারা গিয়েছে। রাসূল (ﷺ) বললেন, “তোমরা এই খবরটা আমাকে দিলে না কেন?” আসলে সাহাবারা একজন ঝাড়ুদারের মৃত্যুর ব্যাপারটাকে একটা সাধারণ ব্যাপার মনে করেছিলেন। তারপর রাসূল (ﷺ) বললেন, “আমাকে তার কবরটা দেখিয়ে দাও”। সাহাবারা রাসূল (ﷺ)-কে তার কবরের কাছে নিয়ে গেলেন। রাসূল (ﷺ) তার উপর জানাযা পড়লেন এবং তার জন্য দো’য়া করলেন। অতঃপর বললেন, “এই কবরগুলোর বাসিন্দারা অন্ধকারে ডুবে থাকে। আমার জানাযা পড়ার কারণে আল্লাহ্‌ তা’য়ালা তাদের জন্য সেগুলো আলোকিত করে দিবেন। (মুত্তাফাকুন আলাইহি)

ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক