আমীরে জামায়াত

2020-11-18

মাওলানা গোলাম সারোয়ার এর জন্য বিশেষ দোয়ার আহবান...

বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা গোলাম সারোয়ার সাঈদী সাহেবের শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। আল্লাহর দ্বীনের এই রাহবারের জন্য মহান প্রভুর দরবারে বিশেষভাবে দোয়া করতে তাঁর প্রিয়জন, সুধী ও শুভাকাঙ্ক্ষীসহ দেশবাসীর কাছে একান্ত অনুরোধ।