১ এপ্রিল ২০২৩, শনিবার

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত আয়োজিত "যাকাত শীর্ষক" আলোচনা সভা অনুষ্ঠিত

যাকাত ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হলে ধনী-গরীবের কোন বৈষম্য থাকবে না- মাওলানা এটিএম মা’ছুম

আজ সারা বিশ্বে কুরআনের শাসন না থাকার কারণে সন্ত্রাস, নৈরাজ্য, রাহাজানি চলছে। ধনী গরিবের বৈষম্য চরম আকার ধারণ করেছে। ধনী দিন দিন আরো ধনী হচ্ছে, আর গরিব নিঃস্ব হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামীন যাকাতের বিধান চালু করার মাধ্যমে ধনী গরিবের বৈষম্য দূর করতে চেয়েছেন। কিন্তু আমরা তা থেকে অনেক দূরে রয়েছি। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামীন ধনীদের সম্পত্তিতে গরিবের অধিকার রেখেছেন। আমরা যদি তাদের এই অধিকার ফিরিয়ে দিতে পারি তাহলে এই সমাজ হবে সুন্দর এবং নির্মল। তাই আসুন মাহে রমজানের এই দিনে আমরা গরীব-দুঃখী এবং সাহায্য প্রার্থীদের অধিকার ফিরিয়ে দেই।

আজ ১ লা এপ্রিল ২০২৩ বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী কতৃক আয়োজিত "যাকাত শীর্ষক" আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল উপরোক্ত কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি মুঃ আবদুল কাইয়ুমের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আধ্যাপক কামালুদ্দীন আবদুল্লাহ জাফরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শায়েখ মাহমুদুল হাসান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সৈয়দকামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরী, সুরা তওবার ৬০ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন যাকাতের খাত গুলো স্পষ্ট ভাষায় বর্ণনা করে দিয়েছেন। ইসলামী রাষ্ট্র কায়েম হলে রাষ্ট্র সরাসরি যাকাত আদায় করে উপরোক্ত ব্যক্তিদের মাঝে বন্টন করার মাধ্যমে ধনী আর গরিবের বৈষম্য দূরীভূত করবে, কিন্তু ইসলামী রাষ্ট্র না থাকলে যে সকল সংগঠন বা দল "ফি সাবিলিল্লাহর" কাজ করছেন তাদের হাতে যাকাতের অর্থ দিলে সেই অর্থ উপযুক্ত জায়গায় ব্যয় হয়। আমাদের উচিত যাকাত যথাযথভাবে দান করা, যাতে করে আমাদের এই যাকাত সঠিকভাবে আদায় হয়ে যায়।

ভার্চুয়ালী অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় মহানগরীর সকল কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং বিভিন্ন থানা থেকে সাহেবে নিসাববৃন্দ যোগদান করেন।