২৪ মার্চ ২০২৩, শুক্রবার

কুমিল্লা মহানগরী জামায়াত আয়োজিত যাকাত'র তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

যাকাতভিত্তিক অর্থব্যবস্থা কায়েম হলে দারিদ্রতা বিমোচন করা সম্ভব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, যাকাত প্রদান করা গরীবের প্রতি ধনীর করুণা নয়। এটি গরীবের অধিকার। সমাজ ও রাষ্ট্রে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা কায়েম হলে দারিদ্রতা বিমোচন করা সম্ভব হবে। এতে করে ধনী-গরীবের বৈষম্য দূর হবে। দেশকে সুখী, সমৃদ্ধ করে গড়ে তুলতে হলে যাকাতভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। যাকাত অর্থনৈতিক বৈষম্য দূর করে সমাজে অর্থনৈতিক স্থিতিশীলতা সৃষ্টি করে।

২৪ মার্চ-২০২৩, শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আয়োজিত ভার্চ্যুয়ালি যাকাত'র তাৎপর্য শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে ও মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন এর পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তামীরুল মিল্লাত কামিল মাদরাসার উপাধ্যক্ষ ডঃ খলিলুর রহমান মাদানি। এ সময় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ড.আবু উসামা।

প্রধান অতিথি হামিদ আযাদ আরো বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সকল ক্ষেত্রে ইসলামের প্রতিটি নির্দেশনা সঠিকভাবে পালন করা সম্ভব হয় না। যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে দারিদ্র্যমূক্ত করে একটি কল্যাণ রাষ্টের ভিত্তি রচনা করতে হলে দেশে একটি ইসলামী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা এর পূর্বশর্ত। তাই ইসলাম নির্দেশিত সঠিক পন্থায় ধনীদের কাছ থেকে যাকাত আদায় করে নির্ধারিত খাতে যাকাতের অর্থ ব্যয় করতে হলে দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে সবাইকে কাজ করারও আহবান জানান তিনি।