১৬ অক্টোবর, রোববার সকালে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননেতা ডা. শফিকুর রহমান এর পক্ষ থেকে সংগঠনের সহকারী সেক্রেটারি জেলারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম শোকাহত ৫ পরিবারকে সান্ত্বনা প্রদান করেন ও তাদেরকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় পরিবারের উপস্থিত সদস্যগণ কান্নায় ভেঙ্গে পড়েন। তাদেরকে মহান আল্লাহর উপর ভরসা রেখে সবর করার জন্য অনুরোধ করেন এবং মৃত ব্যক্তিদের এতিম সন্তানদের আদর-স্নেহ করেন। তিনি মৃত ব্যক্তিদের জন্য দোআ এবং তাদেরকে শাহাদতের মর্যাদা দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে তাওফিক কামনা করেন।
মাওলানা আবদুল হালিম বলেন, “আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপনাদের বিপদের সময় পাশে দাঁড়ানোর জন্য এসেছি। মানুষ মানুষের জন্য। রাজনৈতিক দল করা মানে অর্থ পাচার আর দুর্নীতি করা নয়, বিলাস বহুল প্রাসাদ তৈরী করা নয়, এক দল আরেক দলকে দমানোর জন্য নয়। রাজনৈতিক দলের কাজ হল মানুষের সেবা করা। জামায়াতে ইসলামী বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে সকল বিপদাপদে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। জামায়াতে ইসলামীকে যতই দমন-পীড়নের চেষ্টা করা হোক না কেন, জামায়াতে ইসলামী সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সাধ্যমত কাজ করে যাবে, ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আমরা রাজনীতি করে নেতা হতে চাই না, জনগণের সেবক হতে চাই। সকল ধরনের অপশক্তির মোকাবেলা করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে যেতে আমরা বদ্ধ পরিকর।”
সান্ত্বনা ও নগদ অর্থ বিতরণের সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আমীর ও গাইবান্ধা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল করিম, জেলা সেক্রেটারী মাওলানা জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ আবদুস সালেক, গাইবান্ধা পৌর আমীর অধ্যাপক ফেরদৌস আলম, জেলা শিবিরের সভাপতি নোমান আবদুল্লাহ, পলাশবাড়ী উপজেলা আমীর ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক, উপজেলা সেক্রেটারি আব্দুর রাজ্জাক, শিবিরের জেলা সাবেক সভাপতি হাফেজ আরিফুর ইসলাম, ইদিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা হাসানুর রহমান (বুলু)সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১১ অক্টোবর মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাবিলপুরের শোলাগাড়ীর বিটিসি এলাকার বকুল ব্রিকস ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে ৫ শ্রমিক নিহত হন। নিহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের শিরুল মিয়ার ছেলে সিয়াম, আল আমিন হোসেনের ছেলে শাহাদৎ হোসেন, আয়তাল মিয়ার ছেলে রাশেদুল ইসলাম, কাবিলপুর সোনাতলা গ্রামের আবদুল জাব্বার সরকারের ছেলে আব্দুল জলিল সরকার এবং ধাপেরহাট ইউনিয়নের বাদশা মিয়ার ছেলে নাজমুল ইসলাম।