২১ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে কুষ্টিয়া জেলা জামায়াতের আর্থিক সহযোগিতা প্রদান

দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব- ডা. শফিকুর রহমান

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব। এই ঈমানি দায়িত্ববোধ থেকেই আমরা আপনাদের জন্য সাধ্যমত নগদ আর্থিক সহযোগিতা নিয়ে ছুটে এসেছি। আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থেকে জামায়াতে ইসলামীকে একটি মযবুত সংগঠনে দাঁড় করতে সার্বিক সহযোগিতা প্রদান করবেন। জামায়াতে ইসলামী অতীতে জাতির সকল দুর্যোগে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।”

জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলার আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম-এর সভাপতিত্বে ভেড়ামারা উপজেলায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। আর্থিক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য খন্দকার একে আলী মুহসিন। এ সময় ৪০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

জনাব মোবারক হোসাইন বলেন, “সব ধরনের বিপদাপদ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। পবিত্র কুরআন মাজিদের বাণী ‘আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের সাথে রয়েছেন।’ তাই আমাদের দায়িত্ব সকল বালা-মুসিবতে ধৈর্য ধারণ করা এবং একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়া।”

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা নায়েবে আমীর ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক জনাব আবদুল গফুর, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ারদার, সহকারী সেক্রেটারি জনাব খাইরুল ইসলাম রবিন, জনাব নূরুল আমিন জসিম ও ভেড়ামারা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জনাব জালাল উদ্দিন প্রমূখ।