বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “ ডামি সরকারের কারণেই আমরা বন্যার সময় শুধু পানি আর পানি পাই। আর শুকনো মৌসুমে যখন আমাদের পানি দরকার তখন পানি পাই না। ফলে আমাদের দুর্ভোগ বহু গুণে বেড়ে চরম আকার ধারণ করে। শত শত একর ফসলের জমি ও ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে প্রতি বছরই নদী পারের হাজার হাজার মানুষ স্বর্বশান্ত হয়ে পড়ে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশবিরোধী সমঝোতা স্মারক স্বাক্ষর করায় অধ্যাপক মুজিবুর রহমান বলেন, নতজানু সরকার দেশের জন্য কিছু আনতে পারে না। শুধু দেশের স্বার্থ বিকিয়ে দিতে পারে। দেশের জনগণ বর্তমান নতজানু ডামি সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।”
১৪ জুলাই রোববার কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের বজরাদিয়ার খাতায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও বন্যাদুর্গত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ কালে তিনি এ কথাগুলো বলেন।
প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণমুখি সংগঠন। জামায়াত দেশের মানুষকে একদিকে দ্বীনের পথে এনে আখিরাতে মুক্তির ব্যবস্থা করছে, অপরদিকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সমাজকল্যাণ মূলক কাজ করছে। দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে জামায়াতে ইসলামী সর্বাগ্রে মানুষের পাশে দাঁড়ায়। জামায়াতে ইসলামী বিপদাপদে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব মনে করে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি।”
কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় বন্যাদুর্গতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক নূরে আলম মুকুলসহ জেলা ও উপজেলা জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।