৩০ মে ২০২৪, বৃহস্পতিবার, ৪:১৪

ওয়াসার পানির দাম জুলাই থেকে ১০ শতাংশ বাড়ছে

আগামী ১ জুলাই থেকে পানির দাম ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। ২০২১ সালের পর ওয়াসার পানির দামের সমন্বয় করতে গ্রাহক পর্যায়ে পানির এই দাম বাড়ানো হচ্ছে। গত ১৪ বছরে বিভিন্ন সময় ১৪ বার পানির দাম বাড়ানো হয়েছে। এ বিষয়ে গতকাল বুধবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ওয়াসা।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়াসা আইন ১৯৯৬-এর ২২ ধারা অনুযায়ী মুদ্রাস্ফীতি সমন্বয় করার লক্ষ্যে চলতি বছরের ১ জুলাই থেকে পানির মূল্য ১০ শতাংশ হারে সমন্বয় করে আবাসিক গ্রাহকদের জন্য প্রতি এক হাজার লিটার পানির দাম নির্ধারণ করা হয়েছে ১৬ টাকা ৭০ পয়সা, যা বর্তমানে আছে ১৫ টাকা ১৮ পয়সা। আর বাণিজ্যিক গ্রাহকদের জন্য একই পরিমাণ পানির দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ টাকা ২০ পয়সা, যা বর্তমানে আছে ৪২ টাকা।

ঢাকা ওয়াসার উপপ্রধান জনতথ্য কর্মকর্তা এ এম মোস্তফা তারেক কালের কণ্ঠকে বলেন, ‘পানির দাম বাড়ানো হয়নি, নিয়ম অনুযায়ী সমন্বয় করা হয়েছে। ২০২১ সালের পর পানির দাম সমন্বয় করা হয়নি।

খন সমন্বয় করায় গ্রাহক পর্যায়ে দাম কিছুটা বৃদ্ধি পাবে।’
এ সিদ্ধান্ত মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মীয়মাণ ভবন ও ন্যূনতম বিলসহ সব ধরনের (পানি ও পয়ঃ) অভিকরের ক্ষেত্রেও কার্যকর হবে।
ঢাকা ওয়াসা সর্বশেষ ২০২১ সালের ১ জুলাই পানি ও পয়ঃসেবা মূল্য ৫ শতাংশ সমন্বয় করেছিল।

https://www.kalerkantho.com/print-edition/first-page/2024/05/30/1392710