৫ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৯:৩৮

রাজশাহীর হিমাগারে ভারত থেকে আমদানি করা নিম্নমানের আলু!

ভারত থেকে আমাদানি করা নিম্নমানের আলু রাজশাহীর হিমাগারে মওজুদ করা হচ্ছে। বস্তা পরিবর্তন করে দেশী আলুর সঙ্গে ভারতীয় আলু হিমাগারে রাখা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে রাজশাহীর বাজারে আলুর দাম বেড়েই যাচ্ছে। নগরীর সাহেববাজারের কাঁচাবাজারে লাল রঙের আলুর কেজি ৬০ টাকায় উঠেছে। কয়েক দিন আগেও এই আলুর কেজি ৪০ টাকা ছিল। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহীতে এবার ৩৫ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। গত বছর হয়েছিল ৩৬ হাজার ৫০০ হেক্টর জমিতে। গত বছর রাজশাহীতে ১০ লাখ টন আলু উৎপাদিত হয়েছিল। এবারের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ লাখ টন। কম আলু উৎপাদন হওয়ার কারণে রাজশাহীর বেশ কিছু হিমাগারের চার ভাগের এক ভাগ ক্যাপাসিটি (সংরক্ষণের সক্ষমতা) খালি রয়েছে। ভারত থেকে আমদানি করা আলু সেখানে মওজুদ করা হচ্ছে। পবা উপজেলার বায়া এলাকার একটি হিমাগারে গিয়ে দেখা যায়, হিমাগারের সামনে শেডের সবটা জুড়ে প্লাস্টিকের লাল বস্তায় ভরা ভারতীয় আলু। আলুর বস্তার গায়ে লাগানো লেবেলে ভারতের বর্ধমানের ঠিকানা লেখা রয়েছে। আকারে বড় ঘিয়ে রঙের এই আলু শ্রমিকেরা ভারতীয় বস্তা বদল করে দেশীয় পাটের বস্তায় ভরছেন। সেখানে কর্মরত একজন জানালেন, আমদানিকারকেরা ভারত থেকে আলু আমদানি করছেন। সেখান থেকে তারা সামান্য কিছু আলু পেয়েছেন। সেটাই হিমাগারে রাখছেন। তার জানামতে, জেলার আরো দুটি হিমাগার ভারতীয় আলু নিয়ে আসছে। চাষিরা বলছেন, রাজশাহীর আলুর মান অত্যন্ত ভালো। সারা দেশে এই আলুর বিশেষ চাহিদা রয়েছে। এখন হিমাগারের মালিকেরা তাদের হিমাগার খালি রাখতে চাচ্ছেন না। তারা ভারতের নি¤œমানের আলু এনে ভরে রাখছেন। পরে যখন দাম আরো বেড়ে যাবে, তখন দেশী আলুর সঙ্গে মিশিয়ে বিক্রি করা হবে। এতে রাজশাহীর আলু সম্পর্কে ভোক্তারা বিভ্রান্ত হবেন। আর এতে আলুচাষির চেয়ে ব্যবসায়ীরাই বেশি লাভবান হবেন। তারা ভারত থেকে কম দামে আমদানি করে বেশী দামে বিক্রি করবেন।

তাপমাত্রা উঠলো ৩৯ ডিগ্রিতে : রাজশাহীতে একদিনের ব্যবধানে আবারো মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাপমাত্রার পারদ উঠেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। মূলত সকালের দিকে তাপমাত্রা কম থাকলেও দুপুরের পর বেড়ে যাচ্ছে।

বৃহস্পতিবার বিকেল তিনটায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। একদিকে তাপমাত্রার পারদ উর্ধমুখি অন্যদিকে রোদে খাঁ খাঁ করছে প্রকৃতি। দুই মিলে রাজশাহীর বাতাসে আগুনের হল্কা। ঘরে বাইরে, বা গাছের ছায়াতেও মিলছে না স্বস্তি। বিশেষ করে রমযানের শেষভাগে এসে প্রখর রোদ আর গরমে মানুষসহ প্রাণীকুলের নাভিশ্বাস উঠেছে। রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, রাজশাহীতে গতকাল চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। বিকেল ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড হয় ২৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১ এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন ৩১ মার্চ ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর আবার একদিনের ব্যবধানে ফের তাপমাত্রার রেকর্ড হলো। আর ভারী বৃষ্টি ছাড়া এই তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। তবে আপাতত বৃষ্টিরও সম্ভাবনা নেই।

গোদাগাড়ীতে ৩ কোটি টাকার হেরোইনসহ আটক ১ : রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে তিন কোটি টাকার হেরোইনসহ এক মাদক কারবারীকে আটক করেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাজশাহীর গোদাগাড়ীর চর ভূবনপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার ও মাদক কারবারীকে আটক করে। অভিযানে তিন কেজি হেরোইন উদ্ধার হয়েছে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, গোদাগাড়ী থানার চরআষাঢ়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া গ্রামের মাদক কারবারী আব্দুর রহিম (৪৫) ও রাসেল (২৫) নিজ বাড়িতে হেরোইন রেখে বিক্রি করছেÑএমন সংবাদ পেয়ে র‌্যাব রহিমের বাড়ি ঘেরাও করে। এসময় বাড়ির ভেতর থেকে পালানোর চেষ্টাকালে ১ জনকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মাদক কারবারী আব্দুর রহিমের (৪৫) বাড়ি থেকে মাটির নিচে ২ ফিট গভীরে অভিনব কায়দায় রাখা হেরোইন উদ্ধার করা হয়।

https://www.dailysangram.info/post/553195