৩০ মার্চ ২০২৪, শনিবার, ১২:০৩

নিত্যপণ্যের বাজারে অস্থিরতা চলছেই

নিত্যপণ্যের বাজারে অস্থিরতা চলছেই। একের পর এক নিত্যপণ্যের দাম বাড়ছে। দাম কমার কোনো লক্ষণ নেই। তবে বেশকিছু সবজির দাম কমতে শুরু করেছে। সবজির দাম কিছুটা কমলেও বেড়েছে ব্রয়লার মুরগি, পেঁয়াজ ও আলুর দাম। বাজারে মাছ-গোশতের দাম নিয়ন্ত্রণে আসছে না। সরকার নানান উদ্যোগ নিলেও গোশতের বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি। দেড় কেজি ওজনের নিচের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ২১৫ টাকায়। এছাড়া গরুর গোশত বিক্রি হচ্ছে আগের মতোই ৭৮০ থেকে ৮০০ টাকায়। এদিকে পেঁয়াজের দাম কেজি প্রতি ১০-২০ টাকা বেড়ে গেছে। আলুর দামও গত সপ্তাহ থেকে বেড়ে ৪০ তেকে ৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।

গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, বাজারে শিম ৫০-৬০ টাকা, টমেটো ৫০ টাকা, টক টমেটো ৮০ টাকা, মুলা ৪০ টাকা, দেশী গাজর ৫০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা, সাদা গোল বেগুন ৬০ টাকা, কালো গোল বেগুন ৭০ টাকা, শসা ৬০-১০০ টাকা, খিরা ৫০ টাকা, উচ্ছে ৮০ টাকা, করল্লা ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পটল ৫০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ধুন্দল ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৮০-১০০ টাকা, সজনে ১২০ টাকা, কচুরমুখী ১৪০, কাঁচা মরিচ ৬০ টাকা, ধনেপাতা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মানভেদে প্রতিটি লাউ ৬০-৭০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৫০ টাকা করে। এক্ষেত্রে গত সপ্তাহের তুলনায় কোনও সবজির দাম বাড়েনি। বেশিরভাগ সবজির দাম কমেছে ১০ টাকা থেকে ৮০ টাকা পর্যন্ত। সজনে গত সপ্তাহে বিক্রি হয়েছে ২০০ টাকা কেজি দরে আর গতকাল বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে।

এছাড়া মানভেদে দেশী পেঁয়াজ ৭০-৮০ টাকা, লাল ও সাদা আলু ৪০ টাকা, নতুন দেশী রসুন ১২০-১৪০ টাকা, চায়না রসুন ২০০-২২০ টাকা, মিয়ানমারের আদা ২০০, চায়না আদা ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর বড় সাইজের দেশী রসুনের দাম বেড়েছে ২০ টাকা।
ঈদের আগে ব্রয়লার মুরগির দাম বাড়তে শুরু করেছে। ওজন অনুযায়ী ব্রয়লার মুরগি ২০২০-২৪০ টাকা, কক মুরগি ৩০২-৩১২ টাকা, লেয়ার মুরগি ৩২০ টাকা, দেশী মুরগি ৬২০ টাকা, গরুর গোশত ৭৫০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুরগির লাল ডিম ১২০ টাকা এবং সাদা ডিম ১১৫ টাকা প্রতি ডজন বিক্রি হচ্ছে।

গত সপ্তাহে ওজন অনুযায়ী ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৯৫-২১৫ টাকা করে। গতকাল দেড় কেজি ওজনের নিচের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। আর এর ওপরে ওজনের মুরগির দাম শুরু হয়েছে ২০২ টাকা থেকে।

এছাড়া মাছের বাজারে ইলিশ মাছ ওজন অনুযায়ী ১৮০০- ২২০০ টাকা, রুই মাছ ৩৬০-৫০০ টাকা, কাতল মাছ ৪০০-৫৫০ টাকা, কালিবাউশ ৫০০- ৮০০ টাকা, চিংড়ি মাছ ৮০০-১৫০০ টাকা, কাঁচকি মাছ ৪০০ টাকা, কৈ মাছ ৬০০-১০০০ টাকা, পাবদা মাছ ৫০০-৫০০ টাকা, শিং মাছ ৪০০-১০০০ টাকা, টেংরা মাছ ৬০০-৮০০ টাকা, মেনি মাছ ৫০০-৮০০ টাকা, বেলে মাছ ১৩০০ টাকা, বোয়াল মাছ ৭০০-১২০০ টাকা, রূপচাঁদা মাছ ১০০০-১২০০ টাকা, কাজলী ১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গতকাল মুদি দোকানের পণ্যের দামও রয়েছে অপরিবর্তিত। ছোট মসুর ডাল ১৪০ টাকা, মোটা মসুর ডাল ১১০ টাকা, বড় মুগ ডাল ১৬০ টাকা, ছোট মুগ ডাল ১৮০ টাকা, খেসারি ডাল ১২০ টাকা, বুটের ডাল ১১৫ টাকা, ছোলা ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকা, খোলা সয়াবিন তেল ১৪৯ টাকা। প্যাকেটজাত চিনি ১৪৫ টাকা, খোলা চিনি ১৪০, টাকা, দুই কেজি প্যাকেট ময়দা ১৫০ টাকা, আটা দুই কেজির প্যাকেট ১৩০ টাকা, খোলা সরিষার তেল প্রতি লিটার ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

https://www.dailysangram.info/post/552630