১৪ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১২:২৩

সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না খেজুর

সরকারের পক্ষ থেকে নিুমানের ও বহুল ব্যবহৃত জাইদি খেজুরের দাম নির্ধারণ করে দিলেও বাজারে সেই দামে খেজুর মিলছে না। ক্রেতার এখনও কিনতে হচ্ছে বাড়তি দামে। পাশাপাশি রোজার বাজারে হু হু করে বেড়ে যাওয়া বেগুন ও লেবুর দাম কমতে শুরু করেছে। বুধবার রাজধানীর খুচরা বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

এদিকে সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক স্মারকে বলা হয়েছে, অতি সাধারণ ও নিম্নমানের খেজুরের দাম কেজিপ্রতি ১৫০ থেকে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বহুল ব্যবহৃত জাইদি খেজুরের দাম কেজিপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বুধবার রাজধানীর খুচরা বাজারে অতি সাধারণ ও নিম্নমানের খেজুর হিসাবে বাংলা খেজুর বিক্রি হচ্ছে ২২০-২৫০ টাকায়। আর ইরাকের জাইদি খেজুর বিক্রি হচ্ছে ৩২০-৪০০ টাকা কেজি।

খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, জাম্বো মেডজুল মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৪০০ টাকা। গত বছর রোজায় বিক্রি হয় ১১০০ থেকে ১২০০ টাকা। সাধারণ মেডজুল প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকায়। গত বছর এর দাম উঠেছিল এক হাজার টাকা। মাবরুম খেজুর প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১৫০০ টাকায়। গত বছর ছিল ৯০০ থেকে এক হাজার টাকা। প্রতি কেজি আজওয়া বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১২০০ টাকা, যা গত বছর ৮০০ থেকে এক হাজার টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি তিউনিসিয়া খেজুর বিক্রি হচ্ছে ৬০০ টাকায়, যা আগে ৩০০ টাকা ছিল।

রামপুরা বাজারে খেজুর কিনতে আসা মো. আনিস বলেন, সরকার খেজুরের দাম নির্ধারণ করে দিল। কিন্তু বাজারে সেই দামে কোনো খেজুর নেই। কিন্তু সরকার দাম নির্ধারণ করে আর কোনো খবর রাখে না। মূল্য নির্ধারণ একদা তামাশা হয়ে দাঁড়িয়েছে। দাম নির্ধারণ করলে বাজারেও তদারকি করতে হয়। কিন্তু সেই তদারকি হচ্ছে না।

একই বাজারের খেজুর বিক্রেতা আকরাম হোসেন বলেন, সরকার যদি নির্ধারণ করে দেয়, তবে সরকার সে দামে বিক্রি করুক। আমরা বেশি দামে কিনে কম দামে কীভাবে বিক্রি করব? কম দামে পেলে অবশ্যই কম দামে খেজুর বিক্রি করব।

এদিকে রমজানের শুরুর দিন বেগুন, লেবুর দামে যে অস্থিরতা ছিল তা এখন সামান্য কমেছে। দামও কিছুটা নিম্নমুখী, তবে নাগালের মধ্যে আসেনি। বিক্রেতারা জানান, গত সমবার থেকে লাফিয়ে বেড়েছে লেবু ও বেগুনের দাম। প্রথম রোজায় প্রতি হালি লেবু ৮০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। দ্বিতীয় রোজায় অবশ্য ৬০ টাকা বিক্রি হচ্ছে। ছোট লেবু মিলছে ৪০ টাকা দরে। সোমবার প্রতিকেজি বেগুন বিক্রি হয়েছে মানভেদে ৬০ থেকে ৮০ টাকা। মঙ্গলবার প্রথম রোজায় তা ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়। বুধবার বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।

https://www.jugantor.com/todays-paper/first-page/784439