৫ মার্চ ২০২৪, মঙ্গলবার, ৩:১৯

বিরোধীদের নামে মামলা পর্যালোচনা চায় জাতিসংঘ

বাংলাদেশে বিরোধী রাজনীতিবিদদের নামে মামলাগুলোর দ্রুত পর্যালোচনা করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। রাজনৈতিক সংলাপ ও সমঝোতার লক্ষ্যে জাতিসংঘ এই আহ্বান জানায়। গতকাল সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের ভোলকার তুর্ক এই আহ্বান জানান।

ভোলকার তুর্ক জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারেরও দায়িত্ব পালন করছেন।
গতকাল তিনি বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশের প্রসঙ্গও উল্লেখ করেন।
ভোলকার তুর্ক বলেন, ‘বাংলাদেশে গত অক্টোবর থেকে কয়েক হাজার বিরোধী নেতাকর্মী আটক ও হেফাজতে কয়েকজনের মৃত্যুর খবরে আমি উদ্বিগ্ন।’

ভোলকার তুর্ক আরো বলেন, ‘যেকোনো ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানানোর পাশাপাশি ওই নেতাকর্মীদের মুক্তি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার লক্ষ্যে তাঁদের বিরুদ্ধে করা মামলাগুলো দ্রুত পর্যালোচনার আহ্বান জানাচ্ছি।’
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশে বিচারব্যবস্থাকে ব্যবহার করে অধিকারকর্মী, সাংবাদিক ও নাগরিক সমাজের নেতাদের ওপর হয়রানির অভিযোগের খবরে আমি উদ্বিগ্ন।

গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগগুলো আন্তর্জাতিক নীতি অনুসরণ করে তদন্তের আহ্বান জানাচ্ছি।’
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার এর আগে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই গণতন্ত্র ও মানবাধিকারের ক্ষেত্রে উন্নতির জন্য বাংলাদেশকে তাগিদ দিয়েছিলেন। বাংলাদেশ সরকার ওই বিবৃতিতে আপত্তি জানায় এবং হাইকমিশনারের বিবৃতিকে পক্ষপাতমূলক বলে অভিহিত করে এবং ব্যাখ্যা তুলে ধরে। বাংলাদেশ সরকার তখন বলেছিল, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর দুর্ভাগ্যবশত তার এখতিয়ার লঙ্ঘন করেছে।

বাংলাদেশ নিয়ে তাদের বিবৃতিটি মাঠের বাস্তবতাকে ভুলভাবে উপস্থাপন এবং পক্ষপাতমূলক মূল্যায়নের মাধ্যমে মানবাধিকার নিয়ে রাজনীতি করার পুনরাবৃত্তি।

https://www.kalerkantho.com/print-edition/last-page/2024/03/05/1368904