১৩ মার্চ ২০১৭, সোমবার, ৯:২৯

সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে কোটি কোটি টাকার সোনা ও ডলার ॥ আসছে মাদক দ্রব্য

ভোমরা ও বেনাপোলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্নœ সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে কোটি কোটি টাকার সোনা ও ডলার, আসছে মাদক। আন্তর্জাতিক সোনা চোরাকারবারিরা বেনাপোলকেই ব্যবহার করছে নিরাপদ রুট হিসেবে। ভারতে পাচার হওয়া সোনা ও ডলারের বিনিময়ে আসছে হেরোইন, ফেন্সিডিল আর গাঁজা। বিজিবি ও পুলিশের হাতে প্রায়শই সোনা, ডলার ও মাদকসহ চোরাকারবারিরা আটক হলেও থেমে নেই তাদের অবৈধ ব্যবসা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবাধে চলছে এসব ব্যবসা।

অধিক মুনাফা ও দেহে ফিটিং করে নিরাপদে এসব পণ্য এপার ওপার করা সহজ বিধায় ক্রমেই এ ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রশাসনের হাতে ধরা পড়ার পর এসব চোরাকারবারির আসল রূপ বেরিয়ে পড়ছে। ইতোমধ্যে সোনার বারসহ বিজিবি’র হাতে ধরা পড়েছেন একজন গ্রাম্য ডাক্তার, কাপড় ব্যবসায়ী এবং সমাজের কিছু বিশিষ্ট ব্যক্তিও।

অনুসন্ধানে জানা গেছে, দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে সুন্দরবনের কৈ-খালী সীমান্ত এলাকা পর্যন্ত বিভিন্ন রুট দিয়ে ভারতে ব্যাপক আকারে স্বর্ণ পাচার অব্যাহত রয়েছে। তবে ক্যারিয়ার নামক বাহকেরা মাঝে মধ্যে ধরা পড়লেও মূল হোতারা থাকছে ধরা-ছোঁয়ার বাইরে। বিশেষ করে দেশের অন্যতম স্থলবন্দর বেনাপোল এবং তৎসংলগ্ন এলাকার বিভিন্ন রুট ও উত্তরে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বেশি আকারে স্বর্ণ পাচার হচ্ছে। চোরাচালানের অতি ক্ষুদ্র অংশ ধরা পড়ছে। তবে এই ক্ষুদ্র অংশ ধরা পড়লেও বড় চালানগুলো নির্বিঘেœ চলে যাচ্ছে ভারতের বিভিন্ন সীমান্তবর্তী জেলায়।

সূত্র মতে, চোরাচালানীরা বড় চালান পাচার করার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে ইনফরমেশন দিয়ে অল্পকিছু আটক করায় এবং আটক করতে ব্যস্ত রাখে। আর এই সুযোগে নিরাপদে বড় আকারের স্বর্ণের চালান ভারতে পাচার করে দেয়া হয়। যা ধরা পড়ে না। ফলে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচার হয়ে যাচ্ছে। আর বাংলাদেশে আসছে বিস্ফোরক, যুবসমাজ ধংসের প্রধান নিয়ামক ফেনসিডিল, যৌন উত্তেজক ওষুধ ভায়াগ্রা, এ্যানাগ্রা, আগ্নেয়াস্ত্র আর বোমা। তবে রূপার চালানও আসছে মাঝে মধ্যে।

বিজিবি সূত্র জানায়, ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর ভারতে পাচারের সময় বেনাপোল’র শিকড়ি বটতলা এলাকা থেকে দেড় কেজি ওজনের ১২টি সোনার বারসহ আসানুর রহমান নামে এক চোরাকারবারিকে আটক করে বিজিবি। সে বেনাপোলের দৌলতপুর গ্রামের নুর ইসলামের ছেলে। ২০১৬ সালের ৩ ডিসেম্বর বেনাপোল সীমান্তবর্তী সাদিপুর গ্রাম থেকে দেড় কোটি টাকা মূল্যের এক কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটক মাদক ব্যবসায়ীরা হলো বেনাপোলের সাদিপুর গ্রামের সোবহান গাজীর ছেলে হাবিবুর রহমান ও মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে শওকত আলী।

২০১৭ সালের ২ জানুয়ারি বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ভারতে পাচারের সময় জব্দ করা হয় হুন্ডির ১০ লাখ ভারতীয় রূপী। এ সময় পাচারকারি পালিয়ে যায়। ৬ জানুয়ারি শার্শার শিকারপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে মফিজুর রহমান নামে একজন ইউপি সদস্য এবং জাকির ও মজিবর নামে দুইজন ভারতীয় নাগরিক রয়েছে। বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে গত ১১ জানুয়ারি জব্দ করা হয় ৪ মণ গাঁজা। যা ভারত থেকে পাচার করে আনা হয় চোরাই পথে। গত ১৩ ফেব্রুয়ারি বেনাপোল’র গাতিপাড়া সীমান্ত থেকে বাজারের বড় কাপড় ব্যবসায়ী বজলুর রহমানকে ভারতে পাচারকালে এক কেজি ৮শ’ গ্রাম (১৪) পিচ স্বর্ণসহ আটক করে বিজিবি। আটক বজলুর রহমান বেনাপোল বড়আচড়া গ্রামের নেসার আলীর ছেলে।

গত ৩ মার্চ বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে দুই কেজি ৩০০ গ্রাম (২০ পিচ) সোনার বারসহ টিটু বিশ্বাস নামে এক সোনা চোরাকারবারিকে আটক করে বিজিবি। আটক টিটু বিশ্বাস বেনাপোলের গাতিপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন বিশ্বাসের ছেলে। সে পেশায় একজন পশু ডাক্তার। একই দিন পুটখালি সীমান্ত থেকে ভারতে পাচারের সময় মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় হুন্ডির ২৯ হাজার ৩০০ মার্কিন ডলার।

সর্বশেষ গত ৬ মার্চ বিজিবি সদস্যরা যশোর বেনাপোল সড়কের আমড়াখালি চেকপোস্টে একটি যাত্রীবাহি বাস তল্লাশি করে ৭৩ ভরি ৮ আনা ওজনের স্বর্ণালংকার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। যার মূল্য ২৫ লাখ ৫৫ হাজার টাকা। এর মাত্র একদিন আগে ৫ মার্চ যশোরের বেনাপোল বাজারে বজলুর রহমান নামে এক ব্যক্তির দেহ তল্লাশি করে এক কেজি ৮শ’ গ্রাম ওজনের ১৪টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার মূল্য ৫০ লাখ টাকা। এর আগে ২০১৫ সালের ২৫ আগস্ট মাগুরায় সাতক্ষীরাগামী বাসের তিন যাত্রীর দেহ তল্লাশি করে আট কেজি ওজনের ৮০টি স্বর্ণবার উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত সোনার বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। ওই ঘটনায় ওই তিন যুবককে আটক করা হয়। আটক তিন পাচারকারী হচ্ছে-মানিকগঞ্জের ঘিওর থানার মাশাইল গ্রামের মৃত সন্তোষ শীলের ছেলে সুবোধ শীল, মানিকগঞ্জ সদরের ঘোনা গ্রামের সুখ শীলের ছেলে নিরঞ্জন শীল ও ঢাকার সাভার থানার বনগাঁও গ্রামের চিত্তরঞ্জন শীলের ছেলে সুমন শীল। একটি চক্র মাগুরা হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচার করেন বলে তারা স্বীকার করে।

বিজিবি ও সীমান্ত থানা পুলিশের সূত্র জানায়, বেনাপোল থেকে সম্প্রতি ৩৬ পিস স্বর্ণের বারসহ মমিনুল চৌধুরী নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটকের পর সে জানায়, ভারতের দমদম বিমানবন্দরে কড়াকড়ি ও নজরদারী বৃদ্ধির কারণে তারা বেনাপোল এবং ভারতের বিপরীতে হরিদাসপুর, জয়ন্তিপুর, আংরাইল, বানোবেড়িয়া, সুটিয়া, বাঁশঘাট ও কালি রাণী এলাকা দিয়েই পাচার কার্যক্রম চলছে। এর আগে ২৫ পিস স্বর্ণের বারসহ কামরুল নামক এক যুবককে আটক করে পুটখালী সীমান্তের বিজিবি সদস্যরা। এছাড়া গত কয়েক মাসের মধ্যে দুই কেজি ৮শ’ গ্রাম স্বর্ণ আটক করে বিএসএফ হরিদাসপুর এলাকা থেকে। যা বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হয়। হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়া প্রায় ৫৯ কেজি স্বর্ণ আটক করে ভারতের গোয়েন্দা বিভাগের সদস্যরা।

এছাড়া ভারতে যাওয়ার সময় ৩২ কেজি রূপার গহনাসহ বেশ কিছু স্বর্ণের বার আটক করে হরিদাসপুরের বিএসএফ সদস্যরা। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের মালদহে ধরা পড়ে ৪৪ কেজি বিস্ফোরক। এছাড়া মুর্শিদাবাদের স্যুতি কিমতিতা সীমান্ত থেকে ২০ কেজি এবং এর দু’দিন আগে বনগাঁ সীমান্ত থেকে পুলিশ ১০ কেজি বিস্ফোরক আটক করে। একইভাবে বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বর্ণের বার নিয়ে ভারতে প্রবেশের সময় নো-ম্যান্স ল্যান্ডে আলী কদর নামের এক ভারতীয় আটক হয় বিএসএফ’র হাতে। এর আগে বেনাপোলের কাছে পুটখালী সীমান্ত থেকে এক কেজি দুইশ’ গ্রাম সোনার ১১টি বার আটক করে বিজিবি। অভিযানে দুইজন চোরাচালানী গ্রেফতার হয়। মণিরামপুরের খেদাপাড়া থেকে দুইজন চোরাচালানীর কাছ থেকে জব্দ করা হয় ২৯ কেজি ওজনের ২৯টি রূপার বার। এছাড়া সীমান্ত দিয়ে অবাধে আসছে ফেনসিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা, এ্যানাগ্রা, আগ্নেয়াস্ত্র আর কাপড়। যাকে বলা হয় তেনা। আসছে গরম মশলা, এলাচ, জিরাসহ নানা রকম পণ্য। তাই সীমান্ত এলাকার বাসিন্দারা বলছেন, ‘বাংলাদেশ থেকে যাচ্ছে সোনা, আর ভারত থেকে আসছে তেনা’। এসব চোরাচালানের সাথে জড়িত রাঘব বোয়ালরা থাকছে ধরা-ছোঁয়ার ঊর্ধ্বে। আটক হচ্ছে বাহকরা। আর এদের পেছনে মদদদাতা হিসেবে কাজ করছে দু’ দেশেরই প্রভাবশালী মহল।

এদিকে, সোনা পাচার ও অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত ভারতীয় পাঁচ আসামিকে ২৮ ফেরুয়ারি ভারতে হস্তান্তর করা হয়। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ভারতের পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। এর আগে তাদের যশোর কেন্দ্রীয় কারাগার থেকে বেনাপোল চেকপোস্টে নেয়া হয়। এরা হচ্ছে ভারতের আহম্মেদাবাদ জেলার অশনি গ্রামের লক্ষ্মণের ছেলে রাকেশ লক্ষ্মণ, আকুলা জেলার গোলাপমাল খাটরির ছেলে রাম কুমার, সিন্ধিক্যাম্প থানার কাচকোহোলী গ্রামের অশোক ওয়াদের ছেলে কামাল ওয়াদ আলী, অশোক নন্দমালিনীর ছেলে রোহিত অশোক মালানী ও নদীয়া জেলার মারাটিয়া থানার পূর্ব মানথপুর গ্রামের আতাহার আলীর ছেলে আবু তাহের।

বেনাপোল পুলিশ জানায়, এদের মধ্যে সোনা পাচার মামলার চার আসামি তিন বছর আগে বাংলাদেশে আসে। পরে সোনার একটি চালান নিয়ে ভারতে পাচারের সময় যশোর-বেনাপোল সড়কের চাঁচড়া মোড় থেকে তারা আটক হয়। পরে তাদের তিন বছরের জেল হয়।

বেনাপোলসহ শার্শা উপজেলার প্রতিটি সীমান্তে কম বেশি চোরাচালান হলেও এখন চোরাকারবারিদের নিরাপদ রুট হিসেবে বেনাপোল, দৌলতপুর, পুটখালি, সাদীপুর এবং গাতিপাড়া সীমান্ত বেশী ব্যবহার হচ্ছে। গত কয়েক মাসে এসব সীমান্ত থেকে বিপুল পরিমাণ সোনার বার ও ডলার আটক হয়েছে।

এদিকে, সোনা পাচারকারিদের যে সকল সদস্য ধরা পড়ছে তারা বলছে, ‘আমরা বাহক মাত্র কিছু অর্থের বিনিময়ে এসব সোনা একটি নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয়াই আমাদের কাজ।’ কিন্তু তাদের কাছে সোনার বারগুলো কে দিয়েছে এমন তথ্য দিতে নারাজ পাচারকারিরা। পুলিশের রিমান্ডে নাম বলা হয় ভারতীয় কোন নাগরিকের। থাকে না কোন সঠিক ঠিকানা। পরে প্রকৃত সোনার মালিকরা এসব আসামিদের নেপথ্যে থেকে উচ্চ আদালত থেকে জামিন করান। আটক আসামিরা জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় আবার এ ব্যবসার সাথে জড়িয়ে পড়েন।

বিজিবির যশোর রিজিয়নের একজন শীর্ষ কর্মকর্তা দাবি করেন, ‘চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বিজিবি জনহিতকর কাজ করছে। এর মধ্যে সীমান্তবর্তী এলাকার নারী-পুরুষদের প্রশিক্ষণের ব্যবস্থা, মেডিকেল ক্যাম্প স্থাপন, স্কুলের মাঠ সংস্কার করে শিশুদের খেলাধুলার ব্যবস্থা ইত্যাদি।’ আরও একজন কর্মকর্তা বলেন, ‘চোরাচালান বৃদ্ধির কোনো ব্যারোমিটার তাদের কাছে নেই। তবে অবৈধপথে পণ্যের আমদানি ও রফতানি বেড়েছে বলে স্বীকার করেন তিনি।

২১ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মো. আরিফুর রহমান জানান, স্বর্ণ ও ডলার ব্যবসায় অধিক লাভ হওয়ায় নতুন করে অনেকেই এ ব্যবসায় ঝুঁকে পড়ছে। যারা ধরা পড়ছে তারা জামিনে এসে আবার শুরু করছে এ ব্যবসা। যারা ধরা পড়ছে তো পড়ছেই। বাকিরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাচার কাজ অব্যহত রেখেছে। বাইরের দেশ থেকে স্বর্ণ আমদানি করলে ভারতে ট্যাক্স অনেক বেশি তাই চোরাইপথেই সোনা পাচার হয় ভারতে। তাছাড়া বেনাপোল থেকে কলকাতার দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার হওয়ায় বেনাপোলই স্বর্ণ পাচারের জন্য চোরাচালানীদের প্রথম পছন্দ। আর হুন্ডির মাধ্যমে যেসব বৈদেশিক মুদ্রা পাচার হচ্ছে তার সবই গরু ও মাদক বিক্রির টাকা।

http://www.dailysangram.com/post/275405