শুধু রাজপথে নয়, বৃষ্টিতে এখন পানি জমছে ফ্লাইওভারেও। ছবিটি শনিবার মগবাজার ফ্লাইওভার থেকে তোলা
১২ মার্চ ২০১৭, রবিবার, ১০:২৮

সারাদেশে বৃষ্টি রাজধানীতে জলাবদ্ধতা

রাজধানীসহ সারাদেশে গত দুই দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও হালকা আবার কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। রাজধানীর বেশিরভাগ রাস্তায় খোঁড়াখুঁড়ির কাজ চলায় অনেক স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির কারণে গণপরিবহনের অভাবে ভোগান্তিতে পড়ছেন রাজধানীবাসী।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ থাকায় রাজধানীসহ সারাদেশে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টিতে গতকাল শনিবার সরকারি ছুটির দিনে সকাল থেকে গণপরিবহনের অভাবে ভোগান্তিতে পড়তে হয়েছে রাজধানীবাসীকে। গণপরিবহন কম থাকায় বেসরকারি অফিসগামী নাগরিকদের পড়তে হয় দুর্ভোগে। বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে শাকসবজির দাম বেড়েছে।

সাধারণত ফাল্গুন মাসে তেমন বৃষ্টি হয় না। তবে এবার আবহাওয়া একটু ব্যতিক্রম। সাম্প্রতিক সময়ে দেখা গেছে, যখন গরম থাকার কথা নয় তখন

ভীষণ গরম। যখন তীব্র শীত পড়ার কথা, তখনও পাখা ছেড়ে ঘুমিয়েছে মানুষ। আবার যখন বৃষ্টি তেমন হওয়ার কথা নয় তখন তীব্র বর্ষণ। ফাল্গুনের শেষে টানা বৃষ্টি খানিকটা অস্বাভাবিক; বলছে আবহাওয়া অধিদপ্তরও। আবহাওয়াবিদ আবদুুল মান্নান জানান, রাজধানীতে আজ থেকে আবহাওয়ার উন্নতি হবে। তবে কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

পশ্চিমা লঘুচাপের কারণে সাগরও রয়েছে উত্তাল। তাই সব ধরনের মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। দেখানো হচ্ছে ৩ নম্বর সতর্ক সংকেত। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ থেকেই কমবে বৃষ্টিপাতের পরিমাণ। তবে, এ মাসেই আঘাত হানতে পারে দুটি ঝড়।

ঢাকায় গত শুক্রবার সন্ধ্যার পর থেকে তুমুল বৃষ্টি হয় । আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- আজ রোববার দিনভর ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারের উপজেলা কুতুবদিয়ায়। শনিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩৮ মিলিমিটার, খুলনায় ২৮ মিলিমিটার, সিলেটে ২৬ মিলিমিটার, রাজশাহীতে ২২ মিলিমিটার, বরিশালে ২০ মিলিমিটার, চট্টগ্রামে ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশ এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত। তবে আজ রাত থেকে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন হবে ।

বৃষ্টিতে সবচেয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয় রাজধানীর কাকরাইল থেকে মালিবাগ রেলক্রসিং পর্যন্ত সড়কে। সেখানে চলছে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণকাজ। সেখানে খুঁড়ে একাকার করে ফেলা হয়েছে রাস্তা। বেহাল রাস্তায় পানি জমে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় গতকাল শনিবার। এ ছাড়া রাজধানীর অনেক স্থানেই অল্পস্বল্প পানি জমে যায়।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের ফলে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তীব্র সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। তারই প্রভাবে শুক্রবার সন্ধ্যা থেকেই রাজধানীতে বৃষ্টিপাত হচ্ছে।

http://bangla.samakal.net/2017/03/12/276695