১০ অক্টোবর ২০১৭, মঙ্গলবার, ১০:১০

অধ্যাপক মুজিবুর রহমানকে ভারপ্রাপ্ত আমীর এবং মাওলানা এটিএম মাসুমকে ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল নিযুক্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ এবং সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমানকে গত ৯ অক্টোবর রাতে গ্রেফতার করার পরিপ্রেক্ষিতে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানকে সংগঠনের ভারপ্রাপ্ত আমীর এবং সংগঠনের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুমকে ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল নিযুক্ত করা হয়েছে। 

অধ্যাপক মুজিবুর রহমানের সংক্ষিপ্ত পরিচিতি
অধ্যাপক মুজিবুর রহমান ১৯৭৯ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
১৯৮৬ সালে তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হন। তিনি জামায়াতে ইসলামীর ১০ সদস্যের সংসদীয় দলের নেতা হিসেবে জাতীয় সংসদে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। অধ্যাপক মুজিবুর রহমানের জন্ম ১৯৫৫ সালের ১ জানুয়ারি, রাজশাহী জেলার গোদাগাড়ীর আলাতুলি গ্রামে।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্সসহ এমএ ডিগ্রি অর্জন করার পর বিসিএস শিক্ষা ক্যাডারের প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হলেও চাকরিতে যোগদান করেননি ইসলামী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করার অভিপ্রায়ে। তিনি বেসরকারি কলেজে ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন।অধ্যাপক মুজিবুর রহমান এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আরবি ও ফারসি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।

মাওলানা এটিএম মাসুমের সংক্ষিপ্তি পরিচিতি
মাওলানা এটিএম মাসুম ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ছিলেন। জামায়াতে ইসলামীতে যোগদানের পর তিনি ঢাকা মহানগরী জামায়াতে নায়েবে আমীর, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

আবু তাহের মুহাম্মদ মাসুম ভূঞা ১৯৬১ সালের ১ ফেব্রুয়ারি কুমিল্লা জেলাধীন লাকসাম উপজেলার নারায়ণপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে তিনি বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড থেকে কামিল (হাদীস) ও ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রি লাভ করেন।