বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, “বর্তমান জালিম সরকার জনগণের ম্যান্ডেড ছাড়াই ক্ষমতায় এসে দল ও ক্ষমতার স্বার্থে দেশবিরোধী চুক্তি করছে। দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি জনগণ মেনে নেবে না। সরকার ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর দেশবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। প্রতিবেশী একটি দেশের আনুকূল্যে ক্ষমতায় এসে গণবিচ্ছিন্ন সরকার সেই দেশের স্বার্থ রক্ষায় কাজ করছে।”
২৮ জুন শুক্রবার কুড়িগ্রাম জেলা জামায়াত আয়োজিত জেলা আমীর মাওলানা আবদুল মতিন ফারুকীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা নিজামুদ্দিনের সঞ্চালনায় উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম এসব কথা বলেন। শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা জামায়াতের আমীর জনাব আনোয়ারুল ইসলাম।
প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন। বর্তমান জালিম সরকার ক্ষমতায় এসে দীর্ঘ ১৫ বছর যাবত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপর অত্যাচার, জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে। শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। জালিম সরকার হাজার হাজার নেতাকর্মীদের গ্রেফতার, জেল-জুলুম এবং হামলা-মামলা করেও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দমিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ।
তিনি বলেন, কর্মপরিষদ সদস্যদের যথাযথভাবে বিভাগীয় দায়িত্ব পালনে বেশি বেশি কুরআন-হাদীস অধ্যয়ন করতে হবে এবং সাংগঠনিক দক্ষতা অর্জন করতে হবে। সেই সাথে জনশক্তির মান উন্নয়ন, সংগঠন সম্প্রসারণ ও মজবুতকরণে যথার্থ ভূমিকা রাখতে হবে।”