২৯ জুন শনিবার কুমিল্লা দক্ষিণ জেলার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মুহাম্মদ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বলেন, “বাংলাদেশের ভূখন্ড রক্ষায় ও বিপন্ন মানবতার সেবায় জামায়াত নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করতে হবে। জামায়াতে ইসলামীর দায়িত্ব পালনে আমাদেরকে সাহসী ভূমিকা পালন করতে হবে। ইসলামের সুমহান আদর্শের দাওয়াত সর্বসাধারনের নিকট পৌঁছে দিতে হবে। জ্ঞান ও যোগ্যতায় অগ্রগামী হতে হবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যেতে হবে।
বাংলাদেশের স্বাধীনতা রক্ষার একমাত্র হাতিয়ার হলো ঈমান। প্রত্যেক গ্রাম হবে আমাদের মজবুত ইউনিট, সকল ওয়ার্ড হবে সংগঠিত। এ উপজেলার দায়িত্বশীলদের ভূমিকায় এবং কাজে সকলের জন্য মডেল হিসেবে রুপান্তর করতে হবে। “