দেশবাসী ইতোমধ্যেই অবগত হয়েছেন যে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৫-দফা দাবির ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গত ১৫ সেপ্টেম্বর এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এই দাবিসমূহ আদায়ের লক্ষ্যেঃ
আগামীকাল ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টা ৩০ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের প্রধান অতিথি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিশেষ অতিথি হিসেবে এবং কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
কেন্দ্র ঘোষিত আগামী ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিভাগীয় শহরের কর্মসূচিতে যেসব কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিভাগসহ তাদের নাম এখানে উল্লেখ করা হলোঃ
১. বরিশাল মহানগর: নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান
২. রংপুর মহানগর: সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
৩. চট্টগ্রাম মহানগর: সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান
৪. সিলেট মহানগর: সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ
৫. রাজশাহী মহানগরী: সহকারী সেক্রেটারি জেনারেল এড. মুয়াযযম হোসাইন হেলাল
৬. মোমেনশাহী মহানগরী: সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের
৭. খুলনা মহানগরী: কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ
ঘোষিত দাবিসমূহ আদায়ের লক্ষ্যে কর্মসূচিতে ব্যাপকভাবে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট মহানগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে।
উল্লেখ্য, ঘোষিত দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৬ সেপ্টেম্বরও দেশের সকল জেলা/উপজেলায় যথারীতি কর্মসূচি পালিত হবে।