বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরেন এর কেন্দ্রীয় সভাপতি জননন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা লুৎফুর রহমান ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১৫ ফেব্রুয়ারি ভোরে তাঁকে দেখার জন্য হাসপাতালে যান এবং তাঁর শয্যা পাশে কিছু সময় অতিবাহিত করেন ও তাঁর স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। এ সময় তাঁর সাথে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন এবং তাঁর ছেলে আবু সালমান। অধ্যাপক মুজিবুর রহমান সবাইকে সাথে নিয়ে আল্লামা লুৎফুর রহমানের আশু আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং দেশবাসীকেও তাঁর জন্য দোয়া করার আহ্বান জানান।