বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, “প্রকৃত ঈমানদাররাই প্রকৃত দেশপ্রেমিক। এ ধরনের লোকদের হাতেই মুসলিম দুনিয়া থেকে বিচ্ছিন্ন বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব একমাত্র নিরাপদ হতে পারে। জালিম শক্তির পরাজয় আর মজলুমের বিজয় নিশ্চিত করতে অবিরাম সংগ্রাম চালিয়ে যেতে হবে”
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চান্দগাঁও থানা আমীর আবু ইশমামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ.জ.ম. ওবায়েদুল্লাহ, কক্সবাজার জেলা আমীর মাওলানা নূর আহমদ আনোয়ারী, চট্টগ্রাম মহানগরী সহকারী সেক্রেটারি এফ এম ইউনুছ, সাংগঠনিক সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী প্রমূখ।
মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, “জনশক্তির শ্রম ও মেধার যথাযথ বিনিয়োগ করতে পারলে এ দেশে কালেমার পতাকা উড়বেই। বিরূপ পরিস্থিতিতেই ইসলামী আন্দোলনের প্রকৃত অবস্থা নির্ণয় করা যায়। ফ্যাসিবাদী আওয়ামীলীগ গণতন্ত্রেকে কবর দিয়ে ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় জেঁকে বসলেও দীর্ঘ সময় তাদেরকে খেসারত দিতে হবে। তারা বাকশালী ধ্যান-ধারণা থেকে বেরিয়ে আসতে না পারায় জনগণের ঘৃণ্য দলে পরিনত হয়েছে।”
তিনি বলেন, “দেশের জনগণকে নিয়ে অবৈধ সরকার যে খেলা শুরু করেছে। এটি দেশের জনগণ থামিয়ে দিবে। আমাদের বিরুদ্ধে লাগানো যুদ্ধাপরাধের কাঁদা তাদের উপরই পড়বে। জামায়াতে ইসলামী এ দেশের সর্বশ্রেণির জনগণের নিকট ভালোবাসার একটি দলে পরিণত হয়েছে। বুদ্ধিজীবী ও সুশীলরা বার্তা দিচ্ছে, জামায়াতে ইসলামী ছাড়া এই দেশকে এগিয়ে নেয়ার কেউ নেই।”
তিনি আরও বলেন, “কুরআন-হাদীসের আলোকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ও আহযাবের যুদ্ধকে সামনে রেখে নিজেদেরকে গড়ে তুলতে হবে। ইসলামী আন্দোলনের সকলকেই মানের ব্যাপারে আপোষহীন হতে হবে। আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক আরো দৃঢ় করতে হবে। এই জমিনে দ্বীন কায়েমের সময় নিয়ে হতাশ হওয়া যাবে না। বাংলাদেশে জালেমরা পরাজিত হবে আর মজলুমরা বিজয় অর্জন করবেই ইনশাআল্লাহ।