১৯ জানুয়ারি ২০২৪, শুক্রবার, ১২:৩৩

গাজীপুর মহানগরী জামায়াতের ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

আল্লাহর নিকট জবাবদিহির অনুভূতি নিয়ে দায়িত্ব পালন করতে হবে

-ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের

আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে আমাদের দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে যোগ্যতা অর্জনের বিকল্প নেই। এজন্য ব্যাপক পড়াশুনা করতে হবে। আমাদের এখন বেশি দরকার আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন। এজন্য রাত জেগে বেশি বেশি নফল ইবাদত ও অধ্যায়নে মনোনিবেশ হতে হবে। পথহারা মানুষের মুক্তির লক্ষ্যে দাওয়াতি কাজ বৃদ্ধি করতে হবে। সমাজ এবং রাষ্ট্রের সর্বপর্যায়ে নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করতে হবে।

১৯ জানুয়ারি শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগরী জামায়াতের আমীর অধ্যাপক মোহাঃ জামাল উদদীনের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ হোসেন আলীর সঞ্চালনায় ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের।

তিনি বলেন, “মহান আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য গাজীপুর মহানগরী জামায়াতের দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। এলাকার প্রতিটি পাড়া মহল্লায়, অলিতে-গলিতে আপনাদের বিচরণ নিশ্চিত করতে হবে। সব সময় অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে হবে। দলমতের উর্ধ্বে উঠে মানব সেবা করতে হবে।”

প্রধান অতিথি আরো বলেন, “দেশে এখন চরম ক্লান্তিকাল অতিক্রম করছে। দেশের নিরীহ মানুষ গুলো চরম দূঃখ দুর্দশায় দিনাতিপাত করছে। এই সুবিধা বঞ্চিত মানুষগুলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মী সমর্থকদের দিকে চেয়ে আছে।”

তিনি আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি নেতা-কর্মী, সমর্থক দানশীল, পরোপকারী, দেশ প্রেমিক। তারা সব সময় অসহায় দুঃস্থ আর্ত মানবতার সেবায় নিয়োজিত। জামায়াত কর্মী মানেই সমাজ কর্মী। জামায়াতের প্রত্যেক নেতা কর্মী সহযোগীকে অবশ্যই একজন সমাজ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। মানুষের বিপদ আপদে পাশে থাকতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, “দেশে আজ যে অপশক্তি বেপরোয়া গুম-খুন চালিয়ে যাচ্ছে, এই অপশক্তি দেশ প্রেমিক শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করেছে। অনেকেই আবার চিরদিনের জন্য গুম হয়ে গেছেন। হিন্দুস্থানের তাবেদারি করতে রাজি হননি বলেই দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছে। এর ধারাবাহিকতায় আজও দেশপ্রেমিক মেধাবী নেতৃবৃন্দদেরকে ছলে-বলে-কৌশলে দৃশ্যপট থেকে সরিয়ে দেয়া হচ্ছে। তাই দেশবিরোধী সকল চক্রান্ত রুখে দিতে সব ভেদাভেদ ভুলে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।”

উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন সহঃ সেক্রেটারি ও কেন্দ্রীয় শুরা সদস্য মোঃ আফজাল হোসেন, সহকারী সেক্রেটারি আ স ম ফারুক, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম, মাওলানা মোঃ সাখাওয়াত হোসেন, নুরুল ইসলাম মোহাম্মদ মামুন, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ সালাউদ্দিন আইয়ুবী, মোঃ মহিউদ্দিনসহ মহানগরী জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগরী জামায়াতের আমীর অধ্যাপক মোহাঃ জামাল উদদীন তাঁর বক্তব্যে বলেন, “ভুয়া ভোটে প্রতিষ্ঠিত বর্তমান সরকারের লাগামহীন দুর্নীতি ও অপশাসনের কারণে সমগ্র পৃথিবিতে বাংলাদেশের মান সন্মান ভুলুন্ঠিত হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি নেতা-কর্মী সহযোগী ও সমর্থককে হতে হবে একজন নিবেদিত সমাজ কর্মী। সমাজের ভালো কাজে সব সময় জামায়াতের কর্মীদের অগ্রনী ভূমিকা রাখতে হবে। বর্তমান অবৈধ সরকারের পতন ঘটানো ছাড়া দুর্নীতি ও দুঃশাসন থেকে বাঁচার কোনো উপায় নাই। তাই সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।