৪ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ১২:৪৭

উত্তরা পূর্ব জোন জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

স্বীকৃত বিরোধী দলের বর্জনের মাধ্যমে প্রহসনের নির্বাচন গ্রহণযোগ্যতা হারিয়েছে

-মাওলানা আবদুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, স্বীকৃত সকল বিরোধী দল ও গণবর্জনের মাধ্যমে মাধ্যমেই ৭ জানুয়ারি তামাশা ও প্রহসনের নির্বাচন আগেই গ্রহণযোগ্যতা হারিয়েছে। কথিত এ নির্বাচনে কতিপয় দালাল, ফরিয়া ও রাজনৈতিক এতিম ছাড়া সাধারণ মানুষের কোন আগ্রহ নেই। তাই সরকার ও দলদাস নির্বাচন কমিশনের যুগপৎ রঙ-তামশা মোকাবেলায় ডামি নির্বাচনে ভোটদানে বিরত থাকুন। অন্যথায় আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েবে।

৪ জানুয়ারি বৃহঃস্পতিবার সকালে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পূর্ব জোন আয়োজিত এক ভার্চুয়াল রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শূরা ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য, উত্তরা পূর্ব জোনের পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আবদুর রহমান মূসা। অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ওলামা বিভাগের সভাপতি ডক্টর মাওলানা হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন জোন নেতৃবৃন্দ।

মাওলানা আব্দুল হালিম বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশে ন্যায়-ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অথচ জুলুমবাজ ও ফ্যাসীবাদী সরকার জামায়াতকে বিশেষভাবে টার্গেট করে নির্মম ও নিষ্ঠুর জুলুম-নির্যাতন চালাচ্ছে। সরকারের জুলুম-নির্যাতনের শিকার হয়েই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ও মাওলানা রফিকুল ইসলাম এবং ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিনসহ অসংখ্য নেতাকর্মী কারাগারে অন্তরীণ রয়েছেন। এর আগে জামায়াতের শীর্ষনেতারা হাসিমুখে ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন। কিন্তু অন্যায় ও অসত্যের সাথে কোন ভাবেই আপোষ করেন নি। তিনি প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান, কেয়ারটেকার সরকার পুনঃ প্রতিষ্ঠার মাধ্যমে সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি আদায় এবং স্বৈরাচার,তাবেদার ও জালেম সরকারের পতন না হওয়া পর্যন্ত সকলকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

বিশেষ অতিথির আব্দুর রহমান মূসা বলেন, জামায়াতের রুকন কোন পদের নাম নয়; এটা মানের নাম। তাই এ মান রক্ষায় সবাই কে সচেষ্ট হতে হবে। ঈমান, দেশ, গণতন্ত্র রক্ষার আন্দোলনে রুকনদের সাহসী ভূমিকা রাখতে হবে। তিনি সরকারের পাতানো ও সাজানো নির্বাচন প্রতিহত করতে ৭ জানুয়ারি নির্বাচনকে ‘না’ বলার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।