বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, কেয়ারটেকার সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অবৈধ সরকার নির্যাতন, গুম, গুপ্ত হত্যার মাধ্যমে দেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে। আদালতের বিচারকগণ ফরমায়েসি রায়ের মাধ্যমে মানুষের বিচার পাওয়ার অধিকার হরণ করেছে। জামায়াতসহ বিরোধীদলের নেতাকর্র্মীদের বিচারের নামে প্রহসন করে দ্রুত সাজা দিচ্ছে। নির্যাতন চালিয়ে নেতাকর্মীদের ঘরছাড়া করা হয়েছে। জালিম সরকারের দুঃশাসনে মানবাধিকার আজ ভূলুণ্ঠিত।
১১ ডিসেম্বর সোমবার বরগুনা জেলা জামায়াত কর্তৃক ভার্চুয়াল প্লাটফর্ম-এ আয়োজিত জেলা সেক্রেটারি মাওলানা এসএম আফজালুর রহমানের পরিচালনায় সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এ্যাড. মুয়ায্যম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর অধ্যক্ষ্য মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
ভারপ্রাপ্ত আমীরে জামায়াত আরও বলেন, সর্বস্তরের জনশক্তিকে মাল ও জান দিয়ে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। একমাত্র রাসূল সাঃ প্রদর্শিত মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই মানবতার মুক্তি সম্ভব। সকল জনশক্তিকে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে দান করতে এবং ইয়াতিম ও অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়াতে হবে। নিয়মিত কুরআন-হাদীস চর্চার মাধ্যমে ব্যক্তি ও পরিবারকে ইসলামের আলোকে গড়ে তুলতে হবে।