জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বগুড়া পূর্ব সাংগঠনিক জেলা আমীর অধ্যাপক নাজিম উদ্দিন এবং শহীদ আবদুল মালেকের বড় ভাই মাওলানা আবদুল বারী গুরুতর অসুস্থাবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভারপ্রাপ্ত আমীরে জামায়াত ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান রবের নিকট দোয়া করেন। তিনি সংগঠনের সকল জনশক্তি ও দেশবাসীকে তাদের সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন।