ইসলামী আন্দোলনের বাহন হচ্ছে সংগঠন। সংগঠন বা সংঘবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোন আন্দোলনই সফলকাম হতে পারে না। বিশ্বনবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সংগঠনের মাধ্যমে একদল সৎ, যোগ্য লোক তৈরী করেছেন তেমনি বাংলাদেশ জামায়াতে ইসলামীও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নীতি অনুসরণে এ দেশের মানুষ থেকেই এক দল সৎ, যোগ্য ও দেশ প্রেমিক লোক তৈরী করতে চায়। এ কাজই জামায়াতে ইসলামীর কাজ। এ কাজকে সন্তোষজনকভাবে ও গণতান্ত্রিক উপায়ে সমাধা করার উদ্দেশ্যেই জামায়াত এর উপযোগী ৪ দফা বিজ্ঞান সম্মত কর্মসূচি হাতে নিয়েছে। সংগঠন পদ্ধতি বইটি মূলত জামায়াতের ৪ দফা কর্মসূচি বাস্তবায়নের পদ্ধতিগত বিষয় সমূহেরই সমষ্টি। নৈতিক ও গণতান্ত্রিক নীতিমালা ঠিক রেখে পরিবেশ পরিস্থিতির প্রেক্ষিতে এসব পদ্ধতি ও কৌশলে পরিবর্তন আসতে পারে। আমাদের প্রতিটি সংস্করণে এ বাস্তবতার কারণেই পরিবর্তন ও পরিবর্ধন করে যুগ উপযোগী কর্মপন্থা নির্ধারণের চেষ্টা করা হয়েছে। ২০০৯ সালে গঠনতন্ত্র সংশোধন ও পরিবর্তন হওয়ায় বইটির ৯ম সংস্করণ সংশোধিত আকারে প্রকাশ করা হলো।
বিস্তারিত জানতে ডাউনলোড করুন পিডিএফ ফাইল থেকে : সংগঠন পদ্ধতিঃ স্ক্য্যান কপি ডাউনলোড ও অডিও শুনুন