বাংলাদেশে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ২৮ মে সকালে ক্যান্সার আক্রান্ত নড়াইল জেলা জামায়াতের নায়েবে আমীর জনাব আলী আহমাদকে দেখতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যান। এ সময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক জনাব মোবারক হোসাইন, প্রাক্তন জেলা আমীর ও অঞ্চলের অন্যতম সদস্য মাওলানা মির্জা আশেক এলাহী, নড়াইল জেলা আমীর জনাব আতাউর রহমান বাচ্চু, জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার ও জেলা নায়েবে আমীরের ছোট ভাই লাহুডরিয়া ইউনিয়নের আমীর জনাব আলী আহসান প্রমুখ।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সকল প্রকার রোগ আল্লাহর পক্ষ থেকে আসে। রোগ বা অসুস্থার কারণে রোগীর যে শারীরিক কষ্ট হয়, তার জন্য মহান আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দেন। ভারপ্রাপ্ত আমীরে জামায়াত বলেন, হাদীসে স্পষ্ট উল্লেখ আছে অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ্ কবুল করেন। তাই সকল অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল ও সবর অবলম্বন করে নিজের গুনাহ খাতা মাফ, নিকট আত্মীয়-স্বজন, সংগঠন ও দায়িত্বশীলদের জন্য দোয়া করার পরামর্শ দেন।
তিনি মহান আল্লাহর দরবারে আলী আহমদ ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করেন এবং দেশে ও প্রবাসে অবস্থানরত সংগঠনের সকল ভাই-বোন ও দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।