রাজধানীর লেডিস ক্লাবে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে দেওয়া ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ আরও অনেক রাজনৈতিক নেতা প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে বন্দী আছেন। কার্যত গোটা দেশকে কারাগারে পরিণত করা হয়েছে। দেশের মানুষকে ভোটের অধিকার এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
বর্তমান সরকার মধ্য রাতে নির্বাচন করে নির্বাচনী ক্যুর মাধ্যমে ক্ষমতায় বসে আছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, জনগণ সংগ্রামের জন্য প্রস্তুত আছে। জাতীয় নেতৃবৃন্দকে নেতৃত্ব দিতে হবে। তাহলে জনগণ গর্জে ওঠবে। তিনি বলেন, এখন বক্তৃতা দেওয়ার সময় নয়; আমল (কাজ) করার সময়।
তিনি বলেন, আমি অনুরোধ জানাই মজলুম নেতৃবৃন্দ এবং জনগণের মুক্তির জন্য আসুন নতুন করে যুদ্ধে নামার শপথ নেই। অতীতে আমরা পেরেছি। আবারো পারবো আমাদের পারতেই হবে।
এলডিপির ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আ.হালিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া, ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুর রহমান মুসা, লস্কর মুহাম্মাদ তাসলিম, এডভোকেট কামাল উদ্দিন, হাতিরঝিল পশ্চিম থানা্র আমীর আতাউর রহমান সরকার প্রমুখ।