দলের কারাবন্দী চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সরকারের বরাদ্ধকৃত ৩০ টাকার মূল্যমানের সাথে মিল রেখেই রাজনীতিবিদদের একই মূল্যমানে ইফতার করালো বিএনপি। ত্রিশ টাকার এই ইফতারে ছিলো- দুইটা খেজুর, একটা ছোট জিলাপি, একটা বেগুনি, একটা পেঁয়াজু, ছোলাবুট ভাজি, মুড়ি এবং ছোট এক বোতল পানি। আজ মঙ্গলবার রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। ইফতারের ব্যানারে লিখা ছিল, ‘কারাগারে গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইফতারের প্রতি সংহতি জানিয়ে রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিল’। এতে জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় ঐক্যজোট, পেশাজীবী নেতৃবৃন্দসহ দুই সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন।
২০ দলীয় জোট নেতাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, সহকারি সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ, প্রচার সম্পাদক অধ্যাপক তাসনীম আলম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূইয়া, মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, মহানগর উত্তরের সহকারি সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিম, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, রমনা থানা সেক্রেটারি আবদুস সাত্তার সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।