জামায়াত কর্মীদেরকে সততা, দক্ষতা, যোগ্যতা ও আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন করে দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন।
১৮ মে শনিবার ঝিনাইদহ জেলা জামায়াত আয়োজিত জেলা আমীর অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকরের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আব্দুল আওয়ালের সঞ্চালনায় বার্ষিক ইউনিয়ন আমীর/সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোবারক হোসাইন এই মন্তব্য করেন। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবুবকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা নায়েবে আমীর অধ্যাপক মতিয়ার রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস রবিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোবারক হুসাইন বলেন, “জামায়াত কর্মীদেরকে সততা, দক্ষতা, যোগ্যতা ও আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন করে দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে। বর্তমান বিশ্বে জ্ঞানগত যোগ্যতা অর্জনের কোনো বিকল্প নেই। সমকালীন রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। তথ্য প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করতে হবে। সেই সাথে আমাদের আল্লাহভীরু, সৎ ও যোগ্য হতে হবে। বর্তমান যুগের বিষয়গুলো ইসলামের দৃষ্টিতে ধারণ করতে হবে। কুরআনের জ্ঞানে নিজেদেরকে আলোকিত করতে হবে। আকাইদ ও ফিকহর জ্ঞানে পারদর্শী হতে হবে। সমাজ ও নিজেদেরকে ইসলামের সঠিক জ্ঞানে পরিশুদ্ধ করতে হবে। আমাদের কথা-কাজে মিল রেখে চলতে হবে। ভারসাম্যপূর্ণ মেজাজের অধিকারী হতে হবে। হিকমার মাধ্যমে শত্রুর হৃদয়কে জয় করার যোগ্যতা অর্জন করতে হবে। অশ্লীল কথা এড়িয়ে চলতে হবে। আমাদেরকে বিদ্রুপ ও গীবত পরিহার করতে হবে। আমাদেরকে উত্তম দাঈ ইলাল্লাহ হতে হবে। স্থান-কাল-পাত্র বুঝে দ্বীনের প্রচার করতে হবে। আমাদেরকে দক্ষ সাংগঠনিক যোগ্যতা অর্জন করতে হবে। বেশি বেশি সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। বেকারত্ব দূর করার কাজে নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে। এতিমের পাশে দাঁড়াতে হবে। সমাজ উন্নয়নে ভূমিকা পালন করতে হবে। সর্বোপরি আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে এবং রাসূল (সা) ও তাঁর সাহবীদের অনুসারী হতে হবে।”