২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

জুলুম নির্যাতনের মাধ্যমে কোন আদর্শকে দমিয়ে রাখা যাবে না- মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ফ্যাসিবাদী সরকার জামায়াতের নেতাকর্মীসহ মুক্তিকামী জনতার উপর একের পর এক জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। এ কথা দৃঢ়ভাবে মনে রাখতে হবে, জুলুম নির্যাতনের মাধ্যমে কোন আদর্শকে দমিয়ে রাখা যাবে না বরং মুক্তিকামী জনতার বিজয় অনিবার্য।

তিনি আজ ২৮ মার্চ চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল খালেক, চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য যথাক্রমে অধ্যাপক আহসান উল্লাহ ও অধ্যাপক জাফর সাদেক, কক্সবাজার জেলা আমীর মাওলানা অধ্যক্ষ নুর মুহাম্মদ আনোয়ারী।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “ইসলাম একটি কালজয়ী আদর্শের নাম। যুগে যুগে যেখানেই ইসলামী আন্দোলন শক্তিশালী হয়েছে সেখানেই ইসলামের বিরুদ্ধে গভীর চক্রান্ত হয়েছে। খোদাদ্রোহী শক্তি ইসলামের অগ্রযাত্রা কে স্তব্ধ করে দেওয়ার জন্য জেল-জুলুম, হামলা-মামলার আশ্রয় নিয়েছে, কিছু ইসলাম সবসময় আপোষহীন ভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। হাজারো বাঁধা বিপত্তি অতিক্রম করে মজলুম মানবতা তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ।”

মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, “জামায়াতে ইসলামীর সদস্যদের শপথের চেতনায় উজ্জ্বীবিত হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দ্বীনি তৎপরতা অব্যাহত রাখতে হবে। যে কোন কঠিন সিদ্ধান্ত বাস্তবায়নে সদস্যরা সামনের সারিতে থেকে সংগঠনকে সামনে এগিয়ে নিতে নেতৃত্ব দিবেন।”

মুহাদ্দিস আবদুল খালেক বলেন, “সাহবায়ে কেরাম আমাদের চেতনা এবং প্রেরণা। তাদের ত্যাগ ও কুরবানির আদর্শ জীবনে ধারণ করে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, ড. ছাবের আহমদ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা নুরুল হোসাইন ও মাওলানা আবুল ফয়েজ, মুহাম্মদ নুরুল হক প্রমূখ।