বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত মহানগর শাখাগুলোতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনে বাধা দান, হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সফল করায় দেশবাসী ও মহানগর শাখার সকল নেতাকর্মীকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১০ সেপ্টেম্বর নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় এবং ১০ সেপ্টেম্বর দেশের অন্যান্য মহানগর শাখাগুলোতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। ৮ সেপ্টেম্বর ঢাকা মহানগরী দক্ষিণের বিক্ষোভ মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালিয়, টিয়ারশেল নিক্ষেপ করে সাধারণ পথচারীসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এছাড়াও প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। আমরা এসব অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বিক্ষোভ কর্মসূচি সফল করায় দেশবাসী ও মহানগর শাখার সকল নেতাকর্মীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
সরকারের সীমাহীন জুলুম-নির্যাতন অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। বিরোধী দলীয় নেতাকর্মীদের দমন করার জন্য সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে। একদিকে পুলিশ নেতাকর্মীদের বাড়ি-ঘরে গিয়ে তল্লাশি চালিয়ে ঘরে থাকা লোকজনের সাথে অসম্মানজনক আচরণ করছে। অপরদিকে সরকার অসম্ভব দ্রুততার সাথে আদালতে চলমান মামলাসমূহের বিচার কার্য শেষ করে নেতাকর্মীদের অন্যায়ভাবে সাজা দেয়ার ষড়যন্ত্র করছে। এভাবে দমন পীড়ন চালিয়ে জনগণের এই আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে বর্তমান এই ফ্যাসিস্ট সরকারকে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ।
অবিলম্বে এসব অন্যায় গ্রেফতার ও হয়রানি বন্ধ করে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতাকর্মী এবং আলেম-ওলামাদের নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সরকারের প্রতি আহবান জানাচ্ছি।”