হাজার-হাজার নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের এবং সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১৭ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহর ইন্তিকালে গোটা দেশের মানুষ যখন শোকে-দুঃখে মুহ্যমান তখন সরকার শোকাহত জনগণকে ঢাকায় নামাজে জানাযা এবং গায়েবানা জানাযা আদায় করতে দেয়নি। উপরন্তু জনগণের উপর গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করেছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর, সাবেক জাতীয় সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহর পুত্র জনাব মাসুদ সাঈদীসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ জনগণের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা দায়ের করেছে। একদলীয় কর্তৃত্ববাদী জালেম সরকারের এহেন গর্হিত কর্মকাণ্ড ‘মরার উপর খাড়ার ঘা’ এর শামিল। সরকারের এহেন গর্হিত আচরণের নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। বর্তমান সরকারের মত এত জুলুম-নির্যাতন অতীতে এদেশের মানুষ কখনো প্রত্যক্ষ করেনি।
সরকার ইতোমধ্যেই বগুড়ার ধুনট থেকে দুইজন স্থানীয় জামায়াত নেতাসহ ২২ জন, পাবনার ঈশ্বর্দী, সাঁথিয়াসহ বিভিন্ন উপজেলা থেকে ৩৩ জনসহ সারা দেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরেরর প্রায় দুই শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। সরকারের এহেন আচরণে দলমত-নির্বিশেষে দেশের জনগণ বিক্ষুব্ধ ও মর্মাহত। জুলুম-নির্যাতন চালিয়ে অতীতের কোনো স্বৈরাচারী জালেম সরকার যেমন ক্ষমতায় থাকতে পারেনি তেমনি বর্তমান সরকারও ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সরকার আল্লামা সাঈদীর নামাজে জানাযা আদায় করতে না দিলেও দেশের ১৭ কোটি মানুষ তার মাগফিরাতের জন্য আল্লাহর নিকট কাতর কণ্ঠে দোয়া করেছেন। আল্লামা সাঈদী আল্লাহর নিকট চলে গিয়েছেন। জীবিত সাঈদীর চাইতে লোকান্তরিত সাঈদী আজ অনেক বেশি জনপ্রিয় ও শক্তিশালী। সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আল্লামা সাঈদী স্থান করে নিয়েছেন। যথাসময়ে আল্লামা সাঈদীর অনুসারীরা বর্তমান জালেম সরকারকে উপযুক্ত জবাব দিবে ইনশাআল্লাহ।
জুলুম, নির্যাতন, গ্রেফতার ও মিথ্যাচার বন্ধ করে জনাব হামিদুর রহমান আযাদ, ড. শফিকুল ইসলাম মাসুদ, জনাব মাসুদ সাঈদীসহ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাধারণ জনগণসহ সকল রাজবন্দীকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”