২ আগস্ট গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি জনাব নূরুল হক নূরের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ৪ আগস্ট নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “গত ২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর সুপরিকল্পিভাবে হামলা করা হয়েছে। আমরা এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
বিরোধী মতের রাজনৈতিক নেতাদের উপর হামলা-মামলা ও সভা-সমাবেশে বাধা প্রদান বর্তমান ক্ষমতাসীন সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। এগুলো সম্পূর্ণ অগণতান্ত্রিক ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ।
অবিলম্বে জনাব নূরুল হক নূরের ওপর হামলার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”