১ আগষ্ট দেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ২ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“গত ১ আগস্ট দেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অর্ধ-শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। প্রতিনিয়ত নেতাকর্মীদের বাসাবাড়িতে অভিযান চালিয়ে হয়রানি করা হচ্ছে। কোনো কোনো বাসায় কাউকে না পেয়ে বাসার লোকজনের সাথে অসম্মানজনক আচরণ করা হচ্ছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অন্যায় আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গত ২৮ ও ৩০ জুলাই দেশব্যাপী জামায়াতের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচী পালনের পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি ও গণহারে গ্রেফতার অব্যাহত রয়েছে। গত ১ আগষ্ট ময়মনসিংহে ৩ জন উপজেলা সেক্রেটারিসহ মোট ১৬ জন, সাতক্ষীরায় ৪ জন, চট্টগ্রাম জেলা উত্তরের ভুজপুর থানা আমীরসহ ৩ জন, ফরিদপুরের সদরপুর উপজেলা আমীরসহ ৪ জন, কুমিল্লা উত্তর জেলা থেকে ১ জন, যশোর থেকে ১ জনসহ জামায়াতের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অসংখ্য নেতাকর্মীর বাসায় নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। বাসায় পুরুষ লোক না পেয়ে মহিলাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে, যা অত্যন্ত ন্যক্কারজনক। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ দমনের পরিবর্তে ক্ষমতাসীন দলের হাতিয়ারে পরিণত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এভাবে দমনপীড়ন চালিয়ে সরকার পতনের চলমান আন্দোলন বাধাগ্রস্ত করা যাবে না। দেশের মানুষ আজ স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ।
অবিলম্বে সকল হয়রানি ও দমন-পীড়ন বন্ধ করে গ্রেফতারকৃত জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ সকল বিরোধী দলীয় নেতাকর্মীকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”