যশোর সদর দক্ষিণ সাংগঠনিক থানা আমীর অধ্যাপক আশরাফ আলীসহ ৫ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ৭ জুলাই এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, সুইডেনের রাজধানীতে পবিত্র গ্রন্থ আল কুরআনে আগুন দিয়ে সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়েছে। এর প্রতিবাদে ৭ জুলাই দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়। এ কর্মসূচীতে যাতে মানুষ অংশ নিতে না পারে সে জন্য যশোরের পুলিশ প্রশাসন জামায়াতে ইসলামীর পাঁচ জন নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। তারা হলেন ১. যশোর সদর দক্ষিণ সাংগঠনিক থানা আমীর অধ্যাপক আশরাফ আলী, ২. অধ্যাপক আশরাফুল আলিম সল্টু, ৩. অধ্যাপক তৌহিদুল ইসলাম বাপ্পি, ৪. এমরান হোসেন, ৫. মাওঃ মিজানুর রহমান। এ বিক্ষোভ মিছিল সরকার বিরোধী কোনো কর্মসূচী ছিল না। নেতা-কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ প্রশাসন মূলত কুরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমি এ অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গণতন্ত্র হরণকারী জালেম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে জুলুম-নিপীড়ন বন্ধ করে যশোরের ৫ নেতাকর্মীসহ সারাদেশে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”